ঢাকা ০৪:২৩ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা ভাষা : আসাদুজ্জামান খান মুকুল

  • আপডেট সময় : ০১:২৫:৫৪ এএম, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭১৬

 

বাংলা ভাষা মায়ের বুলি
এই ভাষাতে ছন্দ তুলি
বাংলা মনে-প্রাণে,
বাংলা ভাষার সুধা লুটে
মুখে মধুর হাসি ফুটে
সুর তুলি বেশ গানে।

পাক শাসকের ছিল আশা
উর্দু করবে রাষ্ট্র ভাষা
বাংলা মুছে দিয়ে।
আমার দেশের দামাল দলে
তার প্রতিবাদ করে চলে
বুকের রক্ত দিয়ে।

হঠিয়ে শেষ পাকিস্তানি
ফেব্রুয়ারির একুশ জানি
বাংলা আনে ঘরে,
এই ভাষা আজ বিশ্বে ধন্য
হলো যাঁদের ত্যাগের জন্য
শ্রদ্ধা তাঁদের তরে!

বাংলা ভাষা : আসাদুজ্জামান খান মুকুল

আপডেট সময় : ০১:২৫:৫৪ এএম, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

 

বাংলা ভাষা মায়ের বুলি
এই ভাষাতে ছন্দ তুলি
বাংলা মনে-প্রাণে,
বাংলা ভাষার সুধা লুটে
মুখে মধুর হাসি ফুটে
সুর তুলি বেশ গানে।

পাক শাসকের ছিল আশা
উর্দু করবে রাষ্ট্র ভাষা
বাংলা মুছে দিয়ে।
আমার দেশের দামাল দলে
তার প্রতিবাদ করে চলে
বুকের রক্ত দিয়ে।

হঠিয়ে শেষ পাকিস্তানি
ফেব্রুয়ারির একুশ জানি
বাংলা আনে ঘরে,
এই ভাষা আজ বিশ্বে ধন্য
হলো যাঁদের ত্যাগের জন্য
শ্রদ্ধা তাঁদের তরে!