ঢাকা ০৪:২৯ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিঝরা ভাষণ : হানিফ রাজা

  • আপডেট সময় : ০৯:৪১:১৭ এএম, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ৮২০

 

উনিশ শতো একাত্তরে
সাতই মার্চ মাসে,
বঙ্গবন্ধুর ডাকে রেসকোর্স
সব জনতা আসে।

শেখ মুজিবের উচ্চ কন্ঠে
অগ্নিঝরা ভাষণ,
বিশ্বের বুকে স্থান করে নেয়
বাংলাদেশের আসন।

বঙ্গবন্ধুর হুংকার শুনে
পাক বাহিনী হটে,
সারা বাংলায় মুক্তির নেশায়
রণের খেলা ঘটে।

আঠারোটি মিনিটব্যাপী
বজ্র ধ্বনি শুনে,
বাংলাভাষীর মনের মাঝে
স্বাধীনচেতা বুনে।

বীর বাঙালি রুখে দাঁড়ায়
অসীম সাহস নিয়ে,
আমরা তাদের শ্রদ্ধা জানাই
শহীদ বেদি গিয়ে।

অগ্নিঝরা ভাষণ : হানিফ রাজা

আপডেট সময় : ০৯:৪১:১৭ এএম, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

 

উনিশ শতো একাত্তরে
সাতই মার্চ মাসে,
বঙ্গবন্ধুর ডাকে রেসকোর্স
সব জনতা আসে।

শেখ মুজিবের উচ্চ কন্ঠে
অগ্নিঝরা ভাষণ,
বিশ্বের বুকে স্থান করে নেয়
বাংলাদেশের আসন।

বঙ্গবন্ধুর হুংকার শুনে
পাক বাহিনী হটে,
সারা বাংলায় মুক্তির নেশায়
রণের খেলা ঘটে।

আঠারোটি মিনিটব্যাপী
বজ্র ধ্বনি শুনে,
বাংলাভাষীর মনের মাঝে
স্বাধীনচেতা বুনে।

বীর বাঙালি রুখে দাঁড়ায়
অসীম সাহস নিয়ে,
আমরা তাদের শ্রদ্ধা জানাই
শহীদ বেদি গিয়ে।