ইফতারি প্রথা : নজির মোড়ল
-
-
আপডেট সময় :
০৪:৫৫:০৬ পিএম, সোমবার, ১৮ মার্চ ২০২৪
-
৬৯০
বাংলাদেশে আছে বোধ হয়
আবু জাহেল-বংশ,
প্রথার নামে করছে তাঁরা
সমাজটাকে ধ্বংস!
রমজান এলেই কুসংস্কৃতি-
ইফতারি এক প্রথা,
এটা নাকি ফরজ আমল
দেখছি যথাতথা!
ইফতারি পাঠাতে হবেই
মেয়ের শশুরবাড়ি,
একটু উনিশ বিশ হলেই যে
বেঁধে যাবে আড়ি!
বৃদ্ধ বাবায় ইফতার পাঠায়
সুদে এনে টাকা,
তবুও চায় মেয়ে যেন
হয় রে সুখে থাকা!
একটা কিছুর কমতি এলে
মেয়ে পায় অপমান,
ইফতার নামক কুসংস্কৃতির
হোক তবে অবসান।