
নব যুগের বুড়ি-কুড়ি
চলে সবাই রঙ্গে
আমার সোনার বঙ্গে
পাশ্চাত্যেরি ফ্যাশন ধরে
খাটো বস্ত্র অঙ্গে।
লাজ-শরমের নেই যে বালাই
চলে যে যার মত
বেপর্দা রয় কত
রাঙা অঙ্গের ভাব দেখিয়ে
প্রেম করে যায় শত।
মানে না যে কারোর শাসন
অসৎ পথে চলে
কু-সংস্কৃতির ফলে
অনুকরণ করে মানুষ
ভীড়ে তাদের দলে।
দেশ-সমাজ আজ নষ্ট হচ্ছে
এদের কাণ্ডের তরে
লুকাই লাজে ঘরে
শালীনতা বিলীন দেখে
চোখের পানি ঝরে!