ঢাকা ১১:৪১ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টি দানে শান্ত কর : মো. হাবিবুর রহমান

  • আপডেট সময় : ০৮:১১:০০ পিএম, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ৭৯৯

 

প্রকৃতির বিরূপ প্রভাবে
একি সর্বনাশ!
প্রখর রোদের ঝিকিমিকি
মেঘশূন্য আকাশ।
হিট স্ট্রোকে যাচ্ছে মারা
খবরে প্রকাশ –
বন্য প্রাণীর মাঝেও চলছে
মৃত্যুর হাঁসফাঁস।
দিন মজুর করছে কাজ
রোদে মাথা পেতে
স্বজনের পাতে এনে
দুমুঠো ভাত দিতে।
আজ প্রার্থনা প্রভু তরে
হে মহা মহিয়ান-
বৃষ্টি দানে শান্ত কর
তোমার সৃষ্টির প্রাণ।

বৃষ্টি দানে শান্ত কর : মো. হাবিবুর রহমান

আপডেট সময় : ০৮:১১:০০ পিএম, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

 

প্রকৃতির বিরূপ প্রভাবে
একি সর্বনাশ!
প্রখর রোদের ঝিকিমিকি
মেঘশূন্য আকাশ।
হিট স্ট্রোকে যাচ্ছে মারা
খবরে প্রকাশ –
বন্য প্রাণীর মাঝেও চলছে
মৃত্যুর হাঁসফাঁস।
দিন মজুর করছে কাজ
রোদে মাথা পেতে
স্বজনের পাতে এনে
দুমুঠো ভাত দিতে।
আজ প্রার্থনা প্রভু তরে
হে মহা মহিয়ান-
বৃষ্টি দানে শান্ত কর
তোমার সৃষ্টির প্রাণ।