ঢাকা ১১:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনুচ্চারিত শব্দহীন উপলব্ধি : মারজিয়া পপি 

  • আপডেট সময় : ১০:২০:৫২ এএম, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ৯০০

 

এমনটা নয় যে আমার প্রতিটি ক্ষণের খবর রাখতে তোমায় ব্যতিব্যস্ত হতে হবে,
এমনটাও নয় যে আমার খবর জানতে তোমাকে সারাবেলা ফোন হাতে বসে থাকতে হবে।
কর্মব্যস্ততায় যখন তুমি ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠবে তখন
শুধু একটিবার কল করে জানতে চাইলেই হবে,
কেমন আছো তুমি?
ভালো আছো তো?
এই যে একটা কল,সেই কলের বিপরীত পাশের কন্ঠের গভীরতায় বুঝে নিব তুমি আছো আমার খুব কাছে , আমার পাশে I

আমার ছেলে মানুষি আবদারে বৃষ্টি মুখর দিনে
তোমাকেও ছেলে মানুষ হতে হবে এমনটাও নয়
বরং আদুরে গলায় বলবে,
“বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তোমার, তার চেয়ে বরং চলো বারান্দায় বসে বৃষ্টি দেখি দুজনেI”
আমি ও খুব বাধ্য হয়ে তোমার গা ঘেসে বসে টিনের চালে পড়া বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দ শুনবো আর মুগ্ধ দৃষ্টিতে বৃষ্টি দেখবো, কখনোবা হাতখানা বাইরে মেলে ধরবো বৃষ্টির পানিতে হাত ভিজাতে,
কখনো আবার বিদ্যুৎ চমকালে জড়িয়ে ধরবো তোমায়, তুমি বলবে, “ভয় পেয়ো না আমি আছি তো”I

উপঢৌকনের আধিক্যে আমাকে খুশি রাখতে হবে এমনাটাও নয়,
বেলা শেষে ঘরে ফেরার সময় ১০ টাকার বাদাম আর একটা গোলাপ হাতে ঘরে ফিরলেই আমি আবেগে আপ্লুত হয়ে উঠবো I

আমার কল্পিত মন চায়,
আমার হাসির আড়ালে থাকা দুঃখগুলোকে তুমি উপলব্দী করে আমার একাকীত্বের সঙ্গী হও।
আমৃত্যু আমার মুখের হাসি হয়ে থাকো I

ভালোবাসা প্রকাশে ভালোবাসি শব্দটি যে বলতেই হবে এমনটাও নয়,
ভালোবাসি শব্দটি অনুচ্চারিত রেখেও অনুভব অনুভূতিতে শব্দহীন ভালোবাসি বোঝানো যায় শত সহস্রবারI

ভালোবাসলেই তোমার চেতন অবচেতন মনে আমার অবস্থান বুঝাতে প্রতিশ্রুতি দিতে হবে এমনটাও নয় ,
কোন প্রত্যাশা ছাড়াও ভালোবাসা যায়।
চোখ বন্ধ করে অনুভব অনুভূতিতে প্রতি মুহুর্তে উপলব্ধি করা যায় তুমি আছো শব্দহীন অনুচ্চারিত আমারই গহীন গহনে I

 

অনুচ্চারিত শব্দহীন উপলব্ধি : মারজিয়া পপি 

আপডেট সময় : ১০:২০:৫২ এএম, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

 

এমনটা নয় যে আমার প্রতিটি ক্ষণের খবর রাখতে তোমায় ব্যতিব্যস্ত হতে হবে,
এমনটাও নয় যে আমার খবর জানতে তোমাকে সারাবেলা ফোন হাতে বসে থাকতে হবে।
কর্মব্যস্ততায় যখন তুমি ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠবে তখন
শুধু একটিবার কল করে জানতে চাইলেই হবে,
কেমন আছো তুমি?
ভালো আছো তো?
এই যে একটা কল,সেই কলের বিপরীত পাশের কন্ঠের গভীরতায় বুঝে নিব তুমি আছো আমার খুব কাছে , আমার পাশে I

আমার ছেলে মানুষি আবদারে বৃষ্টি মুখর দিনে
তোমাকেও ছেলে মানুষ হতে হবে এমনটাও নয়
বরং আদুরে গলায় বলবে,
“বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তোমার, তার চেয়ে বরং চলো বারান্দায় বসে বৃষ্টি দেখি দুজনেI”
আমি ও খুব বাধ্য হয়ে তোমার গা ঘেসে বসে টিনের চালে পড়া বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দ শুনবো আর মুগ্ধ দৃষ্টিতে বৃষ্টি দেখবো, কখনোবা হাতখানা বাইরে মেলে ধরবো বৃষ্টির পানিতে হাত ভিজাতে,
কখনো আবার বিদ্যুৎ চমকালে জড়িয়ে ধরবো তোমায়, তুমি বলবে, “ভয় পেয়ো না আমি আছি তো”I

উপঢৌকনের আধিক্যে আমাকে খুশি রাখতে হবে এমনাটাও নয়,
বেলা শেষে ঘরে ফেরার সময় ১০ টাকার বাদাম আর একটা গোলাপ হাতে ঘরে ফিরলেই আমি আবেগে আপ্লুত হয়ে উঠবো I

আমার কল্পিত মন চায়,
আমার হাসির আড়ালে থাকা দুঃখগুলোকে তুমি উপলব্দী করে আমার একাকীত্বের সঙ্গী হও।
আমৃত্যু আমার মুখের হাসি হয়ে থাকো I

ভালোবাসা প্রকাশে ভালোবাসি শব্দটি যে বলতেই হবে এমনটাও নয়,
ভালোবাসি শব্দটি অনুচ্চারিত রেখেও অনুভব অনুভূতিতে শব্দহীন ভালোবাসি বোঝানো যায় শত সহস্রবারI

ভালোবাসলেই তোমার চেতন অবচেতন মনে আমার অবস্থান বুঝাতে প্রতিশ্রুতি দিতে হবে এমনটাও নয় ,
কোন প্রত্যাশা ছাড়াও ভালোবাসা যায়।
চোখ বন্ধ করে অনুভব অনুভূতিতে প্রতি মুহুর্তে উপলব্ধি করা যায় তুমি আছো শব্দহীন অনুচ্চারিত আমারই গহীন গহনে I