
হতি যদি মেঘ
ঝুম বৃষ্টি হয়ে ঝড়তি
যদি হতি কবিতা,
তৈরি হত কাব্য
হাসতি যদি খিলখিলিয়ে
বুঝে নিতাম অনেক কিছু,
হলি তুই সন্ধে পাখির কিচির মিচির,
কান পেতে শুনি সুর,
নদীতে যখন জাগে চর
মানুষ বাঁধে ঘর,
হলি তুই পানকৌড়ি,
আমার বুকতে করিস ওড়াওড়ি।
হতে পারতি পাহাড়
গা ঘেসে বেয়ে যেত ঝরনা
হউস যদি জোনাক পোকা
আঁধার রাতের আলো,
থাকিস যদি পাশে,
অনুভবে ভীষণ সূখ,
তাকাস যদি বাঁকা নয়নে,
হঠাৎই ভীষণ ধুকপুক,
যদি হতি ঝড়া শিউলি
ঘ্রান শুকে কাটত সময়!
নদীতে যখন বান ডাকে
সেথায় আমি তোকেই দেখি,
হবি কি?
নদের পানকৌড়ি?
চল চর জাগলে নদীতে নূতন
কোন স্বপ্ন বুনি,
তোর আমার আঁধার ঘরে আলোক ভরে জোছনা আনি।