ঢাকা ১১:৩৮ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরের বিচার করি : মতিউর রহমান

  • আপডেট সময় : ০৭:১১:২২ পিএম, সোমবার, ১০ জুন ২০২৪
  • ৬৫৮

 

অনেক জনের মধ্যে আমি অনন্য একজনা,
মুখে মধু অন্তরে বিষ,আচরণে সম মনা ।
দিনের শুরু মিথ্যা দিয়ে, করি প্রবঞ্চনা,
অন্যজনের বিচার করি খলাই ভদ্রাসনা।

পরের টাকা ধার করিলে, ফেরতে টালবাহানা,
ইমাম হয়ে নামাজ পড়াই,পরের খাইয়া পেন্ডি,
কমিটিতে ঝগড়া বিবাদ, লাগাই গোপন ডান্ডি।
এত কিছুর পরেও আমি পরের বিচার করি।

নিজের ঘরে পন্ড রোজা,অন্যজনকে বলি,
রোজা রাখ,নামাজ পড়, সর্বদা তা ঝ্লি ।
শাসন করি সারাদেশে নিজের ঘরে উদাম,
টাকা পয়সা মেরে আমি বিদেশ বানাই গুদাম।
কানাডাতে বেগমপাড়া, দেশের ব্যাংকটা খালি,
রিজার্ভেতে ধস নেমেছে , আমদানিতে বলি।

ঋন করেও ঘি খাই আমি, পরের বিচার করি।
পরের ছানে নুন দেই আমি, নষ্ট নিজের তরকারি,
এতো কিছুর পরেও আমি অন্যের বিচার করি।

পরের বিচার করি : মতিউর রহমান

আপডেট সময় : ০৭:১১:২২ পিএম, সোমবার, ১০ জুন ২০২৪

 

অনেক জনের মধ্যে আমি অনন্য একজনা,
মুখে মধু অন্তরে বিষ,আচরণে সম মনা ।
দিনের শুরু মিথ্যা দিয়ে, করি প্রবঞ্চনা,
অন্যজনের বিচার করি খলাই ভদ্রাসনা।

পরের টাকা ধার করিলে, ফেরতে টালবাহানা,
ইমাম হয়ে নামাজ পড়াই,পরের খাইয়া পেন্ডি,
কমিটিতে ঝগড়া বিবাদ, লাগাই গোপন ডান্ডি।
এত কিছুর পরেও আমি পরের বিচার করি।

নিজের ঘরে পন্ড রোজা,অন্যজনকে বলি,
রোজা রাখ,নামাজ পড়, সর্বদা তা ঝ্লি ।
শাসন করি সারাদেশে নিজের ঘরে উদাম,
টাকা পয়সা মেরে আমি বিদেশ বানাই গুদাম।
কানাডাতে বেগমপাড়া, দেশের ব্যাংকটা খালি,
রিজার্ভেতে ধস নেমেছে , আমদানিতে বলি।

ঋন করেও ঘি খাই আমি, পরের বিচার করি।
পরের ছানে নুন দেই আমি, নষ্ট নিজের তরকারি,
এতো কিছুর পরেও আমি অন্যের বিচার করি।