
সর্বনাশা বন্যারে তুই
ভাঙলি আমার ঘর,
ভিটে বাড়ি সব হারিয়ে
করলি আমায় পর।
সিলেট সহ সারা দেশে
হচ্ছে পানির তল,
অসহায় ঐ মানুষগুলোর
চোখে ঝরে জল।
কতো মায়ের অবুঝ শিশু
যাচ্ছে দেখো লাশ,
নদীর জলে ভেসে যাচ্ছে
গরু ছাগল হাঁস।
ঘুমের নিদ্রা নাই চোখেতে
উপোস মরছে তারা,
খাওয়া দাওয়া সব ছাড়িয়া
হচ্ছে দিশেহারা।
অসহায়দের পাশে এসে
দাড়াও সকল ভাই,
মানবতার পাশে থেকে
হাত বাড়াতে চাই।