ঢাকা ০৯:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সংঘাত : সীমা দেবনাথ

  • আপডেট সময় : ১০:০১:০৩ পিএম, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ৬১১

আগুন আর ভালোবাসা চিরসত্য
ব্যবহারের বিভ্রাটেই ঘটে বিপত্তি,
স্মৃতির সীমায় পড়ে থাকে সদা
পাওয়া না পাওয়ার কিছু অনুভূতি।

সময়ের হাত ধরে ছায়া হয় দীর্ঘ
মায়াটাও সেদিন হতে ছেড়ে যায়,
মনের গোপন আশাগুলি কেবল
ডানা মেলে নীল আকাশে ধায়।
মনের আকুতি অব্যক্ত কথামালা
প্রকাশের তীব্র আকাঙ্ক্ষায়,
কিছু নাহি হারায় মন থেকে
হারিয়ে ফেলার তাগিদেই হারায়।

তপ্ত বেলা ব্যস্ত রোদের সাজে
ক্লান্ত মন মিথ্যে শ্রাবণ খোঁজে।
জীবন কি চলে অংকের ধারাপাতে!
নিত্য চলে কল্পনা বাস্তবের সংঘাতে।

সংঘাত : সীমা দেবনাথ

আপডেট সময় : ১০:০১:০৩ পিএম, বুধবার, ১৯ জুন ২০২৪

আগুন আর ভালোবাসা চিরসত্য
ব্যবহারের বিভ্রাটেই ঘটে বিপত্তি,
স্মৃতির সীমায় পড়ে থাকে সদা
পাওয়া না পাওয়ার কিছু অনুভূতি।

সময়ের হাত ধরে ছায়া হয় দীর্ঘ
মায়াটাও সেদিন হতে ছেড়ে যায়,
মনের গোপন আশাগুলি কেবল
ডানা মেলে নীল আকাশে ধায়।
মনের আকুতি অব্যক্ত কথামালা
প্রকাশের তীব্র আকাঙ্ক্ষায়,
কিছু নাহি হারায় মন থেকে
হারিয়ে ফেলার তাগিদেই হারায়।

তপ্ত বেলা ব্যস্ত রোদের সাজে
ক্লান্ত মন মিথ্যে শ্রাবণ খোঁজে।
জীবন কি চলে অংকের ধারাপাতে!
নিত্য চলে কল্পনা বাস্তবের সংঘাতে।