
ছন্দে আনন্দে চলে জীবন
ছন্দে চলে ঘরির কাঁটা
মন যায় না মন্দেতে,
ছন্দ শুনতে মন লাগে,
দন্দ ভূলে মন না দিলে
ছন্দে কি আর মন বসে
ছন্দ থাকে নদীর স্রোতে,
মন দিলে তা শোনা যায়।
জলের মাঝে ছন্দ আছে,
ঝিঝির ডাকে রাত দুপুরে ছন্দ থাকে।
ছন্দে চলে মোটর চাকা,ছন্দ থাকে ঝর বাদলে,
রিমঝিম বৃষ্টির শব্দে টিনের চালে।
জোছনা ভরা রাতে ও কিন্তু ছন্দ
জড়িয়ে থাকে।
পাখির কিচির মিচির শব্দ থেকে ছন্দ আসে,
ছন্দে থাকে রাত্রি দিন
মনের ঘরে ছন্দ থাকে।
ছন্দের শুধু মনেতে বাস,
ছন্দ থাকে নদীর ঢেউ এ,
ফসলের মাঠে ও ছন্দের বাস।
বাতাস সেথা ঢেউ খেলে,
ছন্দ থাকে বাঁশ ঝাড়ে,
বাঁশ পাতার মর্মরে।
ছন্দে চলে রেলগাড়ী,
সকল ছন্দ শুনতে যারা কান পেতে রয়, মন পেতে রয়,
জীবন তাদের ছন্দময়,
গদ্যময় পদ্যময়।
আর কোন দুঃখ নয়, কষ্ট নয়
জীবন হউক আনন্দ ময়।
২.আমি তোমাতেই প্রাণবন্ত
আমি তোমাতেই ব্যাস্ত
তোমাতেই আছে আমার সব আয়োজন।
আমি তোমারই প্রাণ,
তোমারই ঘ্রাণ,
জীবন সত্তায় উদ্বেলিত।
তুমি আদি তুমি অন্ত,
তুমিই এ মহাকালের গহ্বরে সমস্ত।
তুমি বন্দী মম হৃদিপদ্মে
করাও সব উপলব্ধি মোরে।
তোমাতেই অন্ত তোমাতেই প্রাণবন্ত।
জীবনের পরম মমত্ববোধ সপিয়াছি তোমাতেই।
তুমি এক তুমি একাধিক,
তুমি আদি তুমি অন্ত।
তুমি শুরু তুমি শেষ,
তোমাতেই আমার প্রয়োজন বোধ বেশ।
তুমি কলি তুমিই ভোরের ফুল
তোমাতেই জীবন বোধ অবগাহনিত।
আমি তোমার মনেতে অনিরুদ্ধ,
তোমার প্রেমেতে অবরুদ্ধ।
তুমিই ভোর তুমিই নিশি,
তোমাতে আমার যাপিত জীবন
হোক অর্হনিশি।