ঢাকা ০৯:৪৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রবোড়া : ওয়ালী উল্লাহ 

  • আপডেট সময় : ১০:৪৬:৪৫ পিএম, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৬২০

চন্দ্রবোড়া দেশে আইলো

রাসেল’স ভাইপার নামে

নাম শুনিয়া আমজনতার

নিচে উপরে ঘামে।

সারাদেশে আতঙ্ক আর

গুজব খানে খানে

এক ছোবলে জীবন বিনাশ

রটছে কানে কানে।

দেশের মধ্যে চিকিৎসা নাই

মাথায় চিন্তার বাজ

কৃষক মরছে চিপায় পইরা

হাতে নাই তার কাজ।

সবাই যখন ব্যাস্ত হইলো

রাসেল’স ভাইপার নিয়া

ঐদিকে দাদার কাছে

দেশটা আইছে দিয়া।

সুকৌশলে আমগো দেশে

দাদায় করলো পথ

সকাল বিকাল রাইতে চলবো

লম্বা লম্বা রথ।

আমরা সবাই ঘুমেই ছিলেম

বিক্রি হইলো দেশ

যতক্ষণে ঘুম ভাঙ্গিলো

সবই হইলো শেষ।

জামালগঞ্জ, সুনামগঞ্জ

চন্দ্রবোড়া : ওয়ালী উল্লাহ 

আপডেট সময় : ১০:৪৬:৪৫ পিএম, সোমবার, ২৪ জুন ২০২৪

চন্দ্রবোড়া দেশে আইলো

রাসেল’স ভাইপার নামে

নাম শুনিয়া আমজনতার

নিচে উপরে ঘামে।

সারাদেশে আতঙ্ক আর

গুজব খানে খানে

এক ছোবলে জীবন বিনাশ

রটছে কানে কানে।

দেশের মধ্যে চিকিৎসা নাই

মাথায় চিন্তার বাজ

কৃষক মরছে চিপায় পইরা

হাতে নাই তার কাজ।

সবাই যখন ব্যাস্ত হইলো

রাসেল’স ভাইপার নিয়া

ঐদিকে দাদার কাছে

দেশটা আইছে দিয়া।

সুকৌশলে আমগো দেশে

দাদায় করলো পথ

সকাল বিকাল রাইতে চলবো

লম্বা লম্বা রথ।

আমরা সবাই ঘুমেই ছিলেম

বিক্রি হইলো দেশ

যতক্ষণে ঘুম ভাঙ্গিলো

সবই হইলো শেষ।

জামালগঞ্জ, সুনামগঞ্জ