ঢাকা ০৯:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা বাইচ : শেখ মোমতাজুল করিম শিপলু

  • আপডেট সময় : ০৯:৩০:৩৮ পিএম, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ৬২৩
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
নৌকা বাইচের খেলা,
দার বেয়ে যায় সারি গানে
জলে ভাসায় ভেলা।
নানান রঙে সাজে নৌকা
বিজয় হাসির তরে,
মাঝি মাল্লার আপ্রাণ চেষ্টা
পুরস্কার নেয় ঘরে।
গ্রাম ঐতিহ্য সংস্কৃতিতে
দলগত খেলা,
উল্লাস ভরা আনন্দেতে
কাটে সময় বেলা।
বৈঠা হাতে পানি টেনে
যায় এগিয়ে আগে,
পছন্দের দল জয়ী হলে
কী যে ভালো লাগে।
লোক সংস্কৃতি আজ হারিয়ে
গাঁয়ে গেলে মিলে,
ভিন আচারে খেলাধুলা
খেয়েছে সব গিলে।

নৌকা বাইচ : শেখ মোমতাজুল করিম শিপলু

আপডেট সময় : ০৯:৩০:৩৮ পিএম, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে
নৌকা বাইচের খেলা,
দার বেয়ে যায় সারি গানে
জলে ভাসায় ভেলা।
নানান রঙে সাজে নৌকা
বিজয় হাসির তরে,
মাঝি মাল্লার আপ্রাণ চেষ্টা
পুরস্কার নেয় ঘরে।
গ্রাম ঐতিহ্য সংস্কৃতিতে
দলগত খেলা,
উল্লাস ভরা আনন্দেতে
কাটে সময় বেলা।
বৈঠা হাতে পানি টেনে
যায় এগিয়ে আগে,
পছন্দের দল জয়ী হলে
কী যে ভালো লাগে।
লোক সংস্কৃতি আজ হারিয়ে
গাঁয়ে গেলে মিলে,
ভিন আচারে খেলাধুলা
খেয়েছে সব গিলে।