ঢাকা ০৯:৪৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পূরবী গুপ্তা’র দুটি কবিতা

  • আপডেট সময় : ০৫:২৬:৪০ পিএম, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ৬৮৩

আমি তোমাতেই প্রাণবন্ত

আমি তোমাতেই ব্যাস্ত
তোমাতেই আছে আমার সব আয়োজন।
আমি তোমারই প্রাণ,
তোমারই ঘ্রাণ,
জীবন সত্তায় উদ্বেলিত।
তুমি আদি তুমি অন্ত,
তুমিই এ মহাকালের গহ্বরে সমস্ত।
তুমি বন্দী মম হৃদিপদ্মে
করাও সব উপলব্ধি মোরে।
তোমাতেই অন্ত তোমাতেই প্রাণবন্ত।
জীবনের পরম মমত্ববোধ সপিয়াছি তোমাতেই।
তুমি এক তুমি একাধিক,
তুমি আদি তুমি অন্ত।
তুমি শুরু তুমি শেষ,
তোমাতেই আমার প্রয়োজন বোধ বেশ।
তুমি কলি তুমিই ভোরের ফুল
তোমাতেই জীবন বোধ অবগাহনিত।
আমি তোমার মনেতে অনিরুদ্ধ,
তোমার প্রেমেতে অবরুদ্ধ।
তুমিই ভোর তুমিই নিশি,
তোমাতে আমার যাপিত জীবন
হোক অর্হনিশি।

 

শান্ত দিঘির জল

তোমার জন্য হয়েছি আমি কাব্য রসের কবি,
আমার হৃদয়ে তুমি পটে আঁকা ছবি।
তোমার ইটের দেয়াল জুড়ে পুকুর ঘাটে কোণে কোণে আমার চৌহদ্দি।
তুমি শান্ত দিঘির জল,
এক রহস্যময়ী শিশির ভেজা ভোর।
হৃদয়ে পূড়িয়ে তৈরি করেছি কত কবিতা, লিখেছি গান চিঠি
কত উপন্যাস।
মায়া দিয়ে ছায়া দিয়ে মনের করিডর মাড়িয়ে সিড়ি জানালা
বেয়ে কত উঁকি দিয়েছি,
তোমায় এক নজর দেখার আশায়,
তোমার স্বপ্নে চোখে ফুটত কত রঙের নয়নতারা।
শুধু ছিল না ভাগ্যর উপর বিধাতার হাত,
তাই নিয়তির কাছে হার মানে প্রথম প্রেম আমার।
হঠাৎ ভয়ে থমকে দাড়াই,
অন্য জন ট্রেন ধরে চলে গেল দূর অজানায়,
তাই আমি আর লিখতে পারি নাই কবিতা রং তুলিতে আঁকতে
পারি নাই কারো ছবি।
আর হয়নি তৈরি কোন উপন্যাস,বাঁশীতে উঠেনি কোন
মায়ার সুর।
আাঙুলে আর কোন আঙুল ছঁতে পারে নাই।
একটা বৃত্তে আটকা পড়েছি,
দ্বিতীয় কোন প্রেমের বৃষ্টি ভেজাতে পারেনি আমার মন,
আমিও আর দৃষ্টি খোলিনি।
মনে দেইনি প্রেমের পরশ,
আজো তুমি আছো আমার কাছে,
হয়ে আছো শান্ত দিঘির জল।

 

পূরবী গুপ্তা’র দুটি কবিতা

আপডেট সময় : ০৫:২৬:৪০ পিএম, রবিবার, ৩০ জুন ২০২৪

আমি তোমাতেই প্রাণবন্ত

আমি তোমাতেই ব্যাস্ত
তোমাতেই আছে আমার সব আয়োজন।
আমি তোমারই প্রাণ,
তোমারই ঘ্রাণ,
জীবন সত্তায় উদ্বেলিত।
তুমি আদি তুমি অন্ত,
তুমিই এ মহাকালের গহ্বরে সমস্ত।
তুমি বন্দী মম হৃদিপদ্মে
করাও সব উপলব্ধি মোরে।
তোমাতেই অন্ত তোমাতেই প্রাণবন্ত।
জীবনের পরম মমত্ববোধ সপিয়াছি তোমাতেই।
তুমি এক তুমি একাধিক,
তুমি আদি তুমি অন্ত।
তুমি শুরু তুমি শেষ,
তোমাতেই আমার প্রয়োজন বোধ বেশ।
তুমি কলি তুমিই ভোরের ফুল
তোমাতেই জীবন বোধ অবগাহনিত।
আমি তোমার মনেতে অনিরুদ্ধ,
তোমার প্রেমেতে অবরুদ্ধ।
তুমিই ভোর তুমিই নিশি,
তোমাতে আমার যাপিত জীবন
হোক অর্হনিশি।

 

শান্ত দিঘির জল

তোমার জন্য হয়েছি আমি কাব্য রসের কবি,
আমার হৃদয়ে তুমি পটে আঁকা ছবি।
তোমার ইটের দেয়াল জুড়ে পুকুর ঘাটে কোণে কোণে আমার চৌহদ্দি।
তুমি শান্ত দিঘির জল,
এক রহস্যময়ী শিশির ভেজা ভোর।
হৃদয়ে পূড়িয়ে তৈরি করেছি কত কবিতা, লিখেছি গান চিঠি
কত উপন্যাস।
মায়া দিয়ে ছায়া দিয়ে মনের করিডর মাড়িয়ে সিড়ি জানালা
বেয়ে কত উঁকি দিয়েছি,
তোমায় এক নজর দেখার আশায়,
তোমার স্বপ্নে চোখে ফুটত কত রঙের নয়নতারা।
শুধু ছিল না ভাগ্যর উপর বিধাতার হাত,
তাই নিয়তির কাছে হার মানে প্রথম প্রেম আমার।
হঠাৎ ভয়ে থমকে দাড়াই,
অন্য জন ট্রেন ধরে চলে গেল দূর অজানায়,
তাই আমি আর লিখতে পারি নাই কবিতা রং তুলিতে আঁকতে
পারি নাই কারো ছবি।
আর হয়নি তৈরি কোন উপন্যাস,বাঁশীতে উঠেনি কোন
মায়ার সুর।
আাঙুলে আর কোন আঙুল ছঁতে পারে নাই।
একটা বৃত্তে আটকা পড়েছি,
দ্বিতীয় কোন প্রেমের বৃষ্টি ভেজাতে পারেনি আমার মন,
আমিও আর দৃষ্টি খোলিনি।
মনে দেইনি প্রেমের পরশ,
আজো তুমি আছো আমার কাছে,
হয়ে আছো শান্ত দিঘির জল।