ঢাকা ০৯:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষার আনন্দে : মতিউর রহমান

  • আপডেট সময় : ০৮:৩৭:২৪ পিএম, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৬৭৩

 

আষাঢ় এলে দিনে রাতে
নিয়মিত বৃষ্টি,
কদম আর কৃষ্ণচূড়ার
অপরূপ সৃষ্টি।

নদী নালা খালবিল ,
ভরে উঠলো ডোবা ঝিল ।

জেলেগণ মাছ ধরে,
কারেন্ট জাল আর বর্ষি।
তোতা মাঝি গান ধরে
মাঝ নদীর পার্শ্বেই।

বর্ষার বর্ষণ আম কাঁঠাল পাকে,
মাছি মশার ভোঁ ভোঁ ঝাঁকে ঝাঁকে।
কাদা আর পানিগুলো জমে গিয়ে হাবুডুবু।

নদী নালা জোয়ারে, টিপ টিপ বৃষ্টি ,
পাখিগুলো ভিজে পরে খাদ্যের প্রয়োজনে।
বৃষ্টির ফাঁকে ফাঁকে যায় মাঠে আহরণে।

কোলা ব্যাঙ ডেকে ডেকে
বর্ষার ছবি আঁকে।
বেলি আর শেফালী না ফোটা গন্ধে,
চতুর্দিক রিমঝিম বর্ষার আনন্দে ।

বর্ষার আনন্দে : মতিউর রহমান

আপডেট সময় : ০৮:৩৭:২৪ পিএম, সোমবার, ৮ জুলাই ২০২৪

 

আষাঢ় এলে দিনে রাতে
নিয়মিত বৃষ্টি,
কদম আর কৃষ্ণচূড়ার
অপরূপ সৃষ্টি।

নদী নালা খালবিল ,
ভরে উঠলো ডোবা ঝিল ।

জেলেগণ মাছ ধরে,
কারেন্ট জাল আর বর্ষি।
তোতা মাঝি গান ধরে
মাঝ নদীর পার্শ্বেই।

বর্ষার বর্ষণ আম কাঁঠাল পাকে,
মাছি মশার ভোঁ ভোঁ ঝাঁকে ঝাঁকে।
কাদা আর পানিগুলো জমে গিয়ে হাবুডুবু।

নদী নালা জোয়ারে, টিপ টিপ বৃষ্টি ,
পাখিগুলো ভিজে পরে খাদ্যের প্রয়োজনে।
বৃষ্টির ফাঁকে ফাঁকে যায় মাঠে আহরণে।

কোলা ব্যাঙ ডেকে ডেকে
বর্ষার ছবি আঁকে।
বেলি আর শেফালী না ফোটা গন্ধে,
চতুর্দিক রিমঝিম বর্ষার আনন্দে ।