ঢাকা ০৬:০৯ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোটামুক্ত চাই : মো. এখলাছুর রহমান

  • আপডেট সময় : ১১:৫৪:০৬ পিএম, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ৬৬৪

 

রাজনীতি আর কোটানীতি
সবাই হলো এক,
মেধাবী ওই ছাত্রের উপর
হামলা করলো দেখ।

ঢাবিতে রক্তাক্ত হলো
মা বোনেরা আজ,
কোটার জন্য তাদের গায়ে
লাগলো রক্তের দাগ।

এসব দেখে লাগছে ব্যাথা
কেমন করে সই,
ন্যায় অন্যায়ের প্রতিবাদে
নির্যাতিত হই।

কোটার আন্দোলন করতে গিয়ে
ছাত্ররা হল রাজাকার,
মনের মাঝে প্রশ্ন জাগে
এদেশ এখন কার।

কোটা থাকলে সহজেইতো
চাকরি পাওয়া যায়,
ঘুষের টাকা পকেট ভরে
মেধার দরকার নাই।

কোটামুক্ত চাই : মো. এখলাছুর রহমান

আপডেট সময় : ১১:৫৪:০৬ পিএম, বুধবার, ১৭ জুলাই ২০২৪

 

রাজনীতি আর কোটানীতি
সবাই হলো এক,
মেধাবী ওই ছাত্রের উপর
হামলা করলো দেখ।

ঢাবিতে রক্তাক্ত হলো
মা বোনেরা আজ,
কোটার জন্য তাদের গায়ে
লাগলো রক্তের দাগ।

এসব দেখে লাগছে ব্যাথা
কেমন করে সই,
ন্যায় অন্যায়ের প্রতিবাদে
নির্যাতিত হই।

কোটার আন্দোলন করতে গিয়ে
ছাত্ররা হল রাজাকার,
মনের মাঝে প্রশ্ন জাগে
এদেশ এখন কার।

কোটা থাকলে সহজেইতো
চাকরি পাওয়া যায়,
ঘুষের টাকা পকেট ভরে
মেধার দরকার নাই।