ঢাকা ০৬:১২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একটা পাখি ছিলো : রবিউল হাসান

  • আপডেট সময় : ১০:৪৩:৩৪ পিএম, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৩৪

 

একটা পাখি ছিলো
উড়ে চলে গেলো
স্বাধীনতা যার বাসনা ছিলো।

পড়ন্ত বিকেলে
গোধূলি লগ্নে
সে স্বাধীন হলো।

একটা পখি ছিলো
নদীর মতো তার মন ছিলো
সে স্বাধীন হলো।

একটা পাখি ছিলো
মুক্ত আকাশ তার প্রিয় ছিলো
সে স্বাধীন হলো।

একটা পাখি ছিলো
স্বাধীনতা নিয়ে সে উড়ে চলে গেল।
আদর করে তাকে ডাকবেনা আর কেউ

বলবেনা আর কেউ, গাওতো পাখি
হৃদয় খুলে অধিকারের গান–
খাঁচাটা আজ সুনসান।

একটা পাখি ছিলো : রবিউল হাসান

আপডেট সময় : ১০:৪৩:৩৪ পিএম, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

 

একটা পাখি ছিলো
উড়ে চলে গেলো
স্বাধীনতা যার বাসনা ছিলো।

পড়ন্ত বিকেলে
গোধূলি লগ্নে
সে স্বাধীন হলো।

একটা পখি ছিলো
নদীর মতো তার মন ছিলো
সে স্বাধীন হলো।

একটা পাখি ছিলো
মুক্ত আকাশ তার প্রিয় ছিলো
সে স্বাধীন হলো।

একটা পাখি ছিলো
স্বাধীনতা নিয়ে সে উড়ে চলে গেল।
আদর করে তাকে ডাকবেনা আর কেউ

বলবেনা আর কেউ, গাওতো পাখি
হৃদয় খুলে অধিকারের গান–
খাঁচাটা আজ সুনসান।