ঢাকা ০৬:১২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নদের তীরে / মতিউর রহমান ভূঁইয়া

  • আপডেট সময় : ১০:৪৩:১১ পিএম, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৫৮৬

কোন একদিন আমার হৃদয়ের মন চোরা,
পালিয়েছে চুরি করে পরেনা কখনো ধরা।
সে কি আমি নই,সে যে নিরুপমা তুমি ,
স্বপ্নের আলোয় এসে নিঃশব্দে যাও চুমি।

বিশ্বাস করো আমি জানিনা বুঝিনা কিছুই,
শিহরণ জাগরণে খুঁজে ফিরি তোমার পিছুই।
পাহাড়ায় রেখেছি ব্রক্ষ্মপুত্র নদেরপাড়ের কুমারী প্রজাপতি,যার ছোঁয়াতে পাই মুখরিত ফাগুন উচ্ছাস।

ফাগুন দিনে আগুন লাগা জল পরিদের বাস
নদের তীরে কুমারি সব জল তুলতে যায়।
নিখিল ধরা আবেগ নিয়ে হৃদয় চোরা ফিরা ফিরা চায় ,
মেঘলা আকাশ শীতল পরশ হৃদয় টানে নায়।

বন্ধনে উতলিত ঢেউ জেগে দু’জনারে মিলনে ভাসিয়েছে ,
আখাংকা চড়ম কাঙ্ক্ষিত স্পর্শে জোয়াড় আসিয়াছে ।
তরিতে লাগিল বাতাস, তুলিল পাল জুটিবদ্ধ হাল দুর্বার, গতি পাড়,ঝুলিয়া বাদুড় আগ্নেয়গিরি অগ্নি পাত দুজনার।

বিস্ফোরণে নির্গত লাভা জন্মিলে গিরি পথ পাদদেশে,
নতুন পথের সন্ধানে নতুন জীবন গড়ি ঝাউবন ঘেষে। নতুন করে ভালবাসার পূর্ণতা লাভের সুখের আশায়,
ফুটাব ফুল জন্মাবে প্রজন্ম নতুন ঘরের ভালবাসায় ।

নদের তীরে / মতিউর রহমান ভূঁইয়া

আপডেট সময় : ১০:৪৩:১১ পিএম, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

কোন একদিন আমার হৃদয়ের মন চোরা,
পালিয়েছে চুরি করে পরেনা কখনো ধরা।
সে কি আমি নই,সে যে নিরুপমা তুমি ,
স্বপ্নের আলোয় এসে নিঃশব্দে যাও চুমি।

বিশ্বাস করো আমি জানিনা বুঝিনা কিছুই,
শিহরণ জাগরণে খুঁজে ফিরি তোমার পিছুই।
পাহাড়ায় রেখেছি ব্রক্ষ্মপুত্র নদেরপাড়ের কুমারী প্রজাপতি,যার ছোঁয়াতে পাই মুখরিত ফাগুন উচ্ছাস।

ফাগুন দিনে আগুন লাগা জল পরিদের বাস
নদের তীরে কুমারি সব জল তুলতে যায়।
নিখিল ধরা আবেগ নিয়ে হৃদয় চোরা ফিরা ফিরা চায় ,
মেঘলা আকাশ শীতল পরশ হৃদয় টানে নায়।

বন্ধনে উতলিত ঢেউ জেগে দু’জনারে মিলনে ভাসিয়েছে ,
আখাংকা চড়ম কাঙ্ক্ষিত স্পর্শে জোয়াড় আসিয়াছে ।
তরিতে লাগিল বাতাস, তুলিল পাল জুটিবদ্ধ হাল দুর্বার, গতি পাড়,ঝুলিয়া বাদুড় আগ্নেয়গিরি অগ্নি পাত দুজনার।

বিস্ফোরণে নির্গত লাভা জন্মিলে গিরি পথ পাদদেশে,
নতুন পথের সন্ধানে নতুন জীবন গড়ি ঝাউবন ঘেষে। নতুন করে ভালবাসার পূর্ণতা লাভের সুখের আশায়,
ফুটাব ফুল জন্মাবে প্রজন্ম নতুন ঘরের ভালবাসায় ।