
কলমের জোরে বিদ্যার অজুহাতে,
নিতীরে দিয়াছো বিদায়ে,ধরা পরো নাই তুমি ।
তুমি চোর ঘোষখুর সাজিয়াছো অফিসার,
আমি না হয় পেটের দায়ে ,উপোস থেকে, না টিকে সংসারে,
করেছি বিক্রয় দেহটারে, বেঁচে খেয়ে পরে।
তোমরাই তো চুরি করে মাতাল হয়ে ঢুকো আমার ঘরে,
আমি বেস্যা, তুমি চটকদারি বড়কর্তা চোর।
শরীর বিক্রি করে পেটে দিয়াছি দানা,
কোথায় ছিলে রাতের মাতাল খদ্দের খানা ।
বেস্যাভিত্তি আমি করি,গা ভাসিয়ে গতর খাটাই,
তুমি ভূয়া,দশে কিনে শ’বেচো,কম ওজনের হারাম কামাই।
পাতিয়া হাত পাইনা কাজ আর সহায়তা,আমি ছলিট খাটি খাই।
তুমি রাতে মাতাল হইয়া ঢুকে,দিনে বুক ফুলাই।
বেস্যা নটি তুই,বলে সমাজকে বলে বেড়াই।
কবে হবে আমাদের চরিত্র ঠিক,
সেই দিন হবে,দেশ জাতি সমাজ সঠিক।