
শব্দের পর শব্দ বুনতে ভালোবাসেন কেউ কেউ, ভালোবাসেন শব্দের পর শব্দ সাজাতে, গাঁথতে ভালোবাসেন শব্দমালা। তেমনই একজন কবি পূরবী দাশ গুপ্তা। তাঁর ‘ভালোবার অন্তহীন প্রতীক্ষা’ কবিতার বইটি পড়তে শুরু করে এমন অনুভূতি হয়েছে। পূরবী দাশ গুপ্তার এটি প্রথম কবিতার বই।
বাংলা সাহিত্যের সমৃদ্ধ শাখা কবিতার ভাণ্ডার সমৃদ্ধ করার জন্যই তাঁর এই অসাধারণ প্রয়াস। তাঁর কাব্যগ্রন্থটির পরতে পরতে যেন সাজানো জীবনবোধের সূক্ষ্ম অনুভূতি। প্রকৃতই মানবিক জীবনের পরিপূর্ণ প্রতিচ্ছবি। পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ নমুনা সৃষ্টিশীল এবং হৃদয়গ্রাহী। কাব্যগ্রন্থটি তথাকথিত কবিতার বই নয়, বিস্তর ছোট বড় কবিতার সাথে সাথে গোটা বইয়ের পাতায় পাতায় কবি যা একত্র করেছেন তা জীবনবোধের এক লক্ষ্যমুখী অটল অন্বেষণের ফসল। সাধারণভাবে বলা যায় যেকোনো কবিতার বইতে পরিমিতিবোধ খুব জরুরি। অনেক কবির কবিতায় পরিমিতিবোধের বিষয়টি নিতান্তই অবহেলিত থাকে। কেননা অতিমাত্রায় কাব্যাক্রান্তের ফলে কবিতা কখনো কখনো হয়ে উঠতে পারে দুর্বোধ্য। অনেক কবি তাদের কাব্যপ্রতিভার দ্বারা কবিতাকে চমৎকার উপমার সাহায্যে করে তুলতে পারেন অনবদ্য। বর্তমান কাব্যগ্রন্থটিও তার ব্যতিক্রম নয়। বইটিতে মোট কবিতার সংখ্যা ৫০টি।
বাস্তবিক অর্থেই মানবিক জীবনবোধের বিচিত্র অনুভূতির এক অপূর্ব সমন্বয় হলো এই কাব্যগ্রন্থটি। কাব্যগ্রন্থটির কিছু কিছু কবিতার নামকরণে পাওয়া যায় অসাধারণ এক অনুভূতি। এসব কবিতায় কবি ছোট ছোট পরিসরে মানবজীবনের বিচিত্র সব বিষয়ের এক অসাধারণ সংকলন করে পাঠকের সামনে হাজির করেছেন। বিষয় অনুসারে বইটিকে এককভাবে চিহ্নিত করা কঠিন।
সে হিসেবে ‘ভালোবার অন্তহীন প্রতীক্ষা’ নামটি যথার্থ সার্থক বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। বস্ত্তত মানবজীবন, মানবিক রসায়ন, মানবিক সম্পর্কের বিচিত্র রহস্য, ঐতিহাসিক চরিত্র, সামাজিক সচেতনতা এই সব বিষয় মিশিয়ে কাব্যগ্রন্থটিকে আলাদা একটি মাত্রা দিয়েছেন কবি। ফলে বইটি পাঠকালে পাঠক স্বাদের ভিন্নতা এবং রকমফের খুঁজে পাবেন। রহস্যময় কবিতার স্বাদে কাব্যগ্রন্থটি অপূর্ব। কবির নিজস্ব চিমত্মা-চেতনাসমূহ কল্পনার অসীম রাজ্যে গভীরভাবে রেখাপাত করে, যার পরিচয় পাওয়া যায় বেশকিছু কবিতার মধ্যে।
কাব্যগ্রন্থটি যেমন বিচিত্র স্বাদের কবিতায় পরিপূর্ণ তেমনি এও ইঙ্গিত দেয় যে, পৃথিবীতে আমরা হয়ত এমন বৈচিত্র্যময় ব্যক্তিত্ব খুঁজে পাব যা আজও স্বপ্নের অতীত। হয়ত এমন একটি মানবিক সংহতি খুঁজে পাব যা পূর্ব সংস্কার, দুঃখ, কষ্ট, ভয়, যন্ত্রণা ও বিতৃষ্ণার কারণে কল্পনাতীত মনে হচ্ছে এখন।
পরিশেষে সার্বিক দিক বিবেচনায় স্পষ্ট যে, বর্তমান কাব্যগ্রন্থটি কবির কাব্যপ্রতিভা বিকাশের এক দারুণ গ্রন্থ। যা তাঁর প্রত্যেকটি কবিতার গাঁথনির দৃঢ়তায় স্পষ্ট। কঠোর শ্রমসাধ্য এ গ্রন্থটি যেমন আগামী দিনের কবিতা প্রেমীদের কাজে লাগবে তেমনই ভাষার সহজবোধ্যতা, উপমার যথার্থতা এবং মানবীয় ভাবের বিচিত্রতা বিশেস্নষণে পাঠক খুঁজে পাবে নতুন আলোক দিশা। এটি তাঁর প্রথম বই হিসেবে কিছু ভুলত্রুটি রয়েছে, এগুলো পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি।
বই : ভালোবার অন্তহীন প্রতীক্ষা, পৃষ্ঠা সংখ্যা ৮০, মুদ্রিত মূল্য ১৭০ টাকা, লেখক : পূরবী দাশ গুপ্তা। প্রকাশকাল : মহান একুশে বইমেলা ২০২৫