
আমি সৈরাচারের খর্গ কৃপাণ
জম্ররাজের সাথে বাজি ধরি প্রান।
আমি মিথ্যার বিনাশ,সত্যের আগমন।
জয়ের পথে জীবনের আহ্বান।
আমি বিষাদের আগুনে পুড়ে হই উদ্ভব,
সমাজের বিষাক্ত কালো ধোঁয়া করি ভস্ম।
আমি শান্ত প্রিয়, শান্তি করি উদ্ধার
সমাজের হিংস্র শকুনের করি নরচর।
আমি নবাগত ভবিষ্যৎ, জাগ্রত প্রতিশোধ
জয় করি স্বাধীনতা, রক্ষা করি সমাজ।
আমি ক্ষুধার্ত, অত্যাচারীর অকুতোভয়,
অমানুষের গলায় পরাই ফাঁসের ডর।
আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দেই দার
মুছে দেই সমাজের যত কলঙ্ক।
আমি বীরসেনা, অন্ধকারে জ্বালাই প্রদীপ
বিশ্বের বুকে এঁকে, শান্তি নিশানা উড়াই।
আমি মহাযোদ্ধা, বিস্ফোরিত সৈনিক,
অপরাদগত তাদেই বুকে জ্বালাই দাবানল।
আমি বিদ্রোহী,চির বিদ্রোহী বীর,
বিশ্বের বুকে আনিবো শান্তি, শান্তি, শান্তি
মানবতার হবে আজইকে জয়।