ঢাকা ০৬:০৬ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রূপসী বাংলা : পূরবী গুপ্তা

  • আপডেট সময় : ০৯:০৪:১৯ পিএম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ৬০৩

 

রূপ বৈচিত্র্যর বাংলাদেশ,
পাহাড়ী কন্যা পার্বত্য চট্টগ্রাম হৃদয়ের ঝর্ণাধারা,
বাংলাদেশের সবুজ শ্যমল প্রকৃতি কন্যা।
দক্ষিণ পূর্বে যার অবস্থান,
যার মধ্যে বাস রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।
ওদের জীবন ছিল একসাথে বাধা প্রাণ।
রাঙামাটিতে আছে রঙিন মাটি,
লাল মাটির উঠোন, লাল পাহাড়ের দেশ,
আরো উপভোগ্য দৃশ্য হলো সাজেক ভেলির বাগান,অহংকার মোদের পার্বত্যচট্টগ্রাম!
পাহাড়ের ও কান্না থাকে ঝর্ণার জলে মিশে থাকে,
শুভ লং নাফাখাম পাহাড়ের গা
ঘেঁষে ঝর্ণার নাম।
আছে সেথায় নীলগিরি নীলাচল আরো আছে বৌদ্ধ বিহার!
তারই কোল ঘেঁষে বয়ে চলে এই
রূপসী বাংলার সাগর কন্যা
বঙ্গোপসাগর।
তারই আশে পাশে অবস্থান বান্দরবান যেন ইশ্বরের আঁকা তুলির আঁচড়েরূপসী বাংলা র টান।
অপরুপ আমাদের বাংলাদেশ।
সবুজ নিসর্গ আর বৈচিত্র্যময়
ভুপ্রকৃতিতে মানুষের জীবনের
বাস।

 

রূপসী বাংলা : পূরবী গুপ্তা

আপডেট সময় : ০৯:০৪:১৯ পিএম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

 

রূপ বৈচিত্র্যর বাংলাদেশ,
পাহাড়ী কন্যা পার্বত্য চট্টগ্রাম হৃদয়ের ঝর্ণাধারা,
বাংলাদেশের সবুজ শ্যমল প্রকৃতি কন্যা।
দক্ষিণ পূর্বে যার অবস্থান,
যার মধ্যে বাস রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।
ওদের জীবন ছিল একসাথে বাধা প্রাণ।
রাঙামাটিতে আছে রঙিন মাটি,
লাল মাটির উঠোন, লাল পাহাড়ের দেশ,
আরো উপভোগ্য দৃশ্য হলো সাজেক ভেলির বাগান,অহংকার মোদের পার্বত্যচট্টগ্রাম!
পাহাড়ের ও কান্না থাকে ঝর্ণার জলে মিশে থাকে,
শুভ লং নাফাখাম পাহাড়ের গা
ঘেঁষে ঝর্ণার নাম।
আছে সেথায় নীলগিরি নীলাচল আরো আছে বৌদ্ধ বিহার!
তারই কোল ঘেঁষে বয়ে চলে এই
রূপসী বাংলার সাগর কন্যা
বঙ্গোপসাগর।
তারই আশে পাশে অবস্থান বান্দরবান যেন ইশ্বরের আঁকা তুলির আঁচড়েরূপসী বাংলা র টান।
অপরুপ আমাদের বাংলাদেশ।
সবুজ নিসর্গ আর বৈচিত্র্যময়
ভুপ্রকৃতিতে মানুষের জীবনের
বাস।