
নয়টি মাসের যুদ্ধের পরে
পেলাম একটি দেশ,
লাল সবুজের পতাকায় আকা
আমার বাংলাদেশ।
বিজয় আনলো বাংলা মায়ের
দামাল ছেলের দল,
পাক-বাহিনীর বুলেট তাদের
রক্তে ঝরছে জল।
দেশের জন্য কতো শহীদেরা
দিয়েছে তাদের প্রাণ,
পাক -বাহিনির নির্যাতনে
বাঁচাতে মায়ের মান।
মাগো তোমারই চোখের জলে
জয়ের ধ্বনিই উড়ে,
লাল সবুজের স্মৃতিই ঘেরায়
বিজয় নিশান ঘুড়ে।
নয়টি মাসের পরে দেখলাম
মায়ের মুখেতে হাসি,
আজকে মহান বিজয় দিবস
আনন্দে সব ভাসি।