
ডানে লাশ বামে লাশ!
গোলা বারুদের আঘাত
গাজাবাসীর সর্বনাশ।
বাবার কাঁধে ছেলের লাশ
ছেলের কাঁধে বাবার লাশ
ভাইয়ের কাঁধে বোনের লাশ।
চারদিকে মানুষ পোড়া গন্ধ
বিশ্ব বিবেক অন্ধ!
মুখ করে রেখেছে বন্ধ
আশ্রয় শিবিরে বোমা
হাসপাতালে বোমা
ইসরায়েলের বর্বরতা
মরছে মানুষ যথাতথা
জেগে ওঠো বিশ্ববাসী
তবেই বন্ধ করবে
ইসরায়েলের আগ্রাসী।
ইসরায়েলের অন্যায়
গাজাবাসী ভাসছে
আজ রক্তের বন্যায়।
২৫ মার্চ ২০২৫