ঢাকা ০৯:৫০ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিলিয়ে জীবন

  • আপডেট সময় : ০৫:১৯:০৫ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ৬২৪

ছবি : সংগৃহীত 

মো. হাবিবুর রহমান মাস্টার

মমতার সুরে মানবতা বাদী
কোথা তাঁরা আজ
নিষ্পাপ শিশুর করুণ মৃত্যুতে
নীরব তাদের সাজ।
জীবন বাঁচানোর আশ্রয় স্হান
সেবাদান স্হান হাসপাতাল
ওই আশ্রয়ে করছে বোমা বর্ষণ
রক্ত পিপাসু নরাধম মাতাল।
সর্বক্ষণ হায়েনারদের হামলায়
বিলীন হচ্ছে অগনিত প্রাণ
তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে
তবু বিস্ফোরণের হয়নি অবসান।
দূর থেকে শোনাব নিন্দার বাণী
তাতে হবে কি পীড়িতের ফল?
শান্ত হযে কি মৃত্যু যাতনা
বন্ধ হবে কি ঝড়া আঁখি জল?
হায়েনাদেনর নিষ্ঠুর আঘাতে
নির্মম মহা ত্রাসে
বাজিছে আজি কান্নার ধ্বনি
বিশ্বের মহাকাশে।
ফল হবে কি বাণী, ঘৃণা দিয়ে!
করতে হবে সমবেদনায় কঠোর পণ
অসহায় তরে যুদ্ধ করে
শহীদ হতে হবে বিলিয়ে জীবন।

বিলিয়ে জীবন

আপডেট সময় : ০৫:১৯:০৫ পিএম, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ছবি : সংগৃহীত 

মো. হাবিবুর রহমান মাস্টার

মমতার সুরে মানবতা বাদী
কোথা তাঁরা আজ
নিষ্পাপ শিশুর করুণ মৃত্যুতে
নীরব তাদের সাজ।
জীবন বাঁচানোর আশ্রয় স্হান
সেবাদান স্হান হাসপাতাল
ওই আশ্রয়ে করছে বোমা বর্ষণ
রক্ত পিপাসু নরাধম মাতাল।
সর্বক্ষণ হায়েনারদের হামলায়
বিলীন হচ্ছে অগনিত প্রাণ
তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে
তবু বিস্ফোরণের হয়নি অবসান।
দূর থেকে শোনাব নিন্দার বাণী
তাতে হবে কি পীড়িতের ফল?
শান্ত হযে কি মৃত্যু যাতনা
বন্ধ হবে কি ঝড়া আঁখি জল?
হায়েনাদেনর নিষ্ঠুর আঘাতে
নির্মম মহা ত্রাসে
বাজিছে আজি কান্নার ধ্বনি
বিশ্বের মহাকাশে।
ফল হবে কি বাণী, ঘৃণা দিয়ে!
করতে হবে সমবেদনায় কঠোর পণ
অসহায় তরে যুদ্ধ করে
শহীদ হতে হবে বিলিয়ে জীবন।