
বশির আহমদ
এইযে আম্মু তোমার জন্য
আনছি একটি বই
শিখতে পারবে বর্ণমালা
নিজের নামের সই!
শুধু কী বাংলা না না না
ইংলিশ, অঙ্ক ও
আরবি কী আছে বাবা
হ্যাঁ, নামাতা ও!
অনেক ছবি আছে, ফলের
ফুলের ছবি নাই?
আছে আছে এই নাও দেখ
লাল ঘুড়ির নাটাই!
বনের অনেক পাখি আছে
আছে ইলিশ কৈ
সুন্দরবনের বাঘটা আমার
গেছে বলো কই?
একটা ছড়া বলো বাবা
শোনাও তুমি আজ
ছড়া পাবে বইয়ের ভেতর
এটাই বাড়ির কাজ।
বইয়ের ভেতর আরও পাবে
জ্ঞান জগতের সব
জানতে পারবে কে সে খালিক
কে সে মোদের রব।
রচনাকাল: ২৭ শে আগস্ট ২০২৩ খ্রীস্টব্দ
ইটাখোলা, মাধবপুর, হবিগঞ্জ।