ঢাকা ০৯:৫৩ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : মোহাবিষ্ট | ইকবাল খান

  • আপডেট সময় : ০৮:৩১:০৭ পিএম, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৬২৩

ভাসমান কচুরিপানার উপর দাড়িয়ে তোমার
স্বপ্নের বহুতল দালান
ইট সুরকি বালি সিমেন্ট …..
তরতর করে দালানের তলা বাড়ছে ,
ঝড়ের কবলে পড়া গাছের শুকনো বিমলিন পাতাগুলোকে ভাবছো শরতের শিশিরসিক্ত
কাশফুল সারি সারি ।

তোমার আনন্দে উচ্ছাশে জমানো সকল স্বপ্নসুখ
নিমিষেই হয়ে যেতে পারে বিলীন
যেমন করে মৌয়াল খড়ধূপ দিয়ে
সুস্থির মৌমাছির ঝাঁক তাড়িয়ে
এক পোচেই নিয়ে যায় মধুসমস্ত,
সকল মধুকিটের পরমায়ুর হয় অবসান।

তোমার বাগানে উপ্ত গোলাপ ফুলের গাছগুলি লতাবটের মত লম্বাটে গ্রীবা বানিয়ে প্যাঁচ
দিতে পারে চোখের পলকেই।

কবিতা : মোহাবিষ্ট | ইকবাল খান

আপডেট সময় : ০৮:৩১:০৭ পিএম, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ভাসমান কচুরিপানার উপর দাড়িয়ে তোমার
স্বপ্নের বহুতল দালান
ইট সুরকি বালি সিমেন্ট …..
তরতর করে দালানের তলা বাড়ছে ,
ঝড়ের কবলে পড়া গাছের শুকনো বিমলিন পাতাগুলোকে ভাবছো শরতের শিশিরসিক্ত
কাশফুল সারি সারি ।

তোমার আনন্দে উচ্ছাশে জমানো সকল স্বপ্নসুখ
নিমিষেই হয়ে যেতে পারে বিলীন
যেমন করে মৌয়াল খড়ধূপ দিয়ে
সুস্থির মৌমাছির ঝাঁক তাড়িয়ে
এক পোচেই নিয়ে যায় মধুসমস্ত,
সকল মধুকিটের পরমায়ুর হয় অবসান।

তোমার বাগানে উপ্ত গোলাপ ফুলের গাছগুলি লতাবটের মত লম্বাটে গ্রীবা বানিয়ে প্যাঁচ
দিতে পারে চোখের পলকেই।