
নরসিংদীতে স্বরচিত কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটি। আজ শনিবার নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সকাল থেকে বিকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলে।
খাদেম রসূল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা, কবি ও ছড়াকার আসাদ সরকার। অন্যান্য গুণীজনদের সাথে উপস্থিত ছিলেন মাসিক সাহিত্য ম্যাগাজিন ‘সময়ের খেয়া’র সম্পাদক, কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচান।
পরে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।