ঢাকা ০৯:৪৪ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : অসংগতি।। আব্দুল্লাহ আল মামুন রিটন

  • আপডেট সময় : ০৯:১৬:৪৫ পিএম, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ৯৩৫

 

যখন একঝাঁক পায়রা এসে
জমিয়ে দিল কদম পাতার ডাল
তখন হেমন্ত না বসন্ত মনে নেই।
আমি মুগ্ধ হয়ে সাদা পালক, পুচ্ছ
সবুজ পাতা, ঠোঁটে ঠোঁটে প্রলাপ
এসব দেখে ভুলেই গিয়েছিলাম
এখানেও নিত্য অহেতুক মৃত্যু হয়
এখানেও অহেতুক চুপ হতে হয়
এখানেও অযথাই কাঁদতে হয় অহরহ।

সবুজ সুসজ্জিত ধানের ক্ষেত দেখে
ভুলে যেতে যেতে আমিও দেখি মেঘ
উড়ে এসে নেমে গেছে সবুজ ডগায়
ফড়িং প্রজাপতির ঝাঁক দেখে দেখে
কলম তুলে নিতে গিয়ে দেখি রক্ত
শব্দেরা শেকল পায়ে গুমড়ে কাঁদছে।
অহেতুক কবিতার পংক্তিগুলো বিবর্ণ
এই সীমান্ত রঙিন অথচ উচ্ছ্বাস নেই
থেমে থেমে ঘাসের ডগায় দেখি ভয়
এ স্বর্গ আতঙ্কে চুপসে আছে দীর্ঘদিন।

 

[নাটোর]

কবিতা : অসংগতি।। আব্দুল্লাহ আল মামুন রিটন

আপডেট সময় : ০৯:১৬:৪৫ পিএম, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

 

যখন একঝাঁক পায়রা এসে
জমিয়ে দিল কদম পাতার ডাল
তখন হেমন্ত না বসন্ত মনে নেই।
আমি মুগ্ধ হয়ে সাদা পালক, পুচ্ছ
সবুজ পাতা, ঠোঁটে ঠোঁটে প্রলাপ
এসব দেখে ভুলেই গিয়েছিলাম
এখানেও নিত্য অহেতুক মৃত্যু হয়
এখানেও অহেতুক চুপ হতে হয়
এখানেও অযথাই কাঁদতে হয় অহরহ।

সবুজ সুসজ্জিত ধানের ক্ষেত দেখে
ভুলে যেতে যেতে আমিও দেখি মেঘ
উড়ে এসে নেমে গেছে সবুজ ডগায়
ফড়িং প্রজাপতির ঝাঁক দেখে দেখে
কলম তুলে নিতে গিয়ে দেখি রক্ত
শব্দেরা শেকল পায়ে গুমড়ে কাঁদছে।
অহেতুক কবিতার পংক্তিগুলো বিবর্ণ
এই সীমান্ত রঙিন অথচ উচ্ছ্বাস নেই
থেমে থেমে ঘাসের ডগায় দেখি ভয়
এ স্বর্গ আতঙ্কে চুপসে আছে দীর্ঘদিন।

 

[নাটোর]