ঢাকা ০৯:৪২ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যবিত্ত।। আমিনা ইয়াসমিন পলি

  • আপডেট সময় : ০৮:২০:৫৭ পিএম, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ৭৪৮

 

আমি এক মধ্যবিত্ত
জীবনে ছন্দ কত্ত !
হাঁটতে আমি পারি নাকো
রিকশাতে যাই,
বাজারেতে নাইম্মা আমি
পুরাই টাশকি খাই!

কোনটা বাদে কোনটা নিমু
ভাইবা পাইনা কুল
দাম শুনিয়া ইচ্ছে করে
ছিঁড়ি নিজের চুল।

অল্প সদায় কিইনা যখন
থলের মধ্যে ভরি
একটু দাম কমার জন্য
হুদাই খালি লড়ি —

মাছের দিকে তাইক্কা
এদিক ওদিক চাই
দোকানদার বুইঝা গেছে
হেতে নিবার নয়

ইলিশ মাছে চোখ পড়িলে
জীভে আসে জল
কত করে দামরে ব্যাটা
একটু খানি বল্?

দাম শুনিয়া চোখ দুটি
মোর হয়ে যায় গোল
পাঙাশ মাছ কিইন্না ভাবি
দারুণ হবে ঝোল

চাপের ভারে মধ্যবিত্তের
নুইয়ে পড়ে ঘাড়
চারপাশে চেপে ধরে
শুধুই হাহাকার।

 

[উকিলপাড়া, নওগাঁ]

মধ্যবিত্ত।। আমিনা ইয়াসমিন পলি

আপডেট সময় : ০৮:২০:৫৭ পিএম, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

 

আমি এক মধ্যবিত্ত
জীবনে ছন্দ কত্ত !
হাঁটতে আমি পারি নাকো
রিকশাতে যাই,
বাজারেতে নাইম্মা আমি
পুরাই টাশকি খাই!

কোনটা বাদে কোনটা নিমু
ভাইবা পাইনা কুল
দাম শুনিয়া ইচ্ছে করে
ছিঁড়ি নিজের চুল।

অল্প সদায় কিইনা যখন
থলের মধ্যে ভরি
একটু দাম কমার জন্য
হুদাই খালি লড়ি —

মাছের দিকে তাইক্কা
এদিক ওদিক চাই
দোকানদার বুইঝা গেছে
হেতে নিবার নয়

ইলিশ মাছে চোখ পড়িলে
জীভে আসে জল
কত করে দামরে ব্যাটা
একটু খানি বল্?

দাম শুনিয়া চোখ দুটি
মোর হয়ে যায় গোল
পাঙাশ মাছ কিইন্না ভাবি
দারুণ হবে ঝোল

চাপের ভারে মধ্যবিত্তের
নুইয়ে পড়ে ঘাড়
চারপাশে চেপে ধরে
শুধুই হাহাকার।

 

[উকিলপাড়া, নওগাঁ]