ঢাকা ০৯:৪৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা : চোরের সিংহাসন।। রৌনকা আফরুজ সরকার

  • আপডেট সময় : ০১:১২:৫৬ এএম, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ৬০২

 

তোমরা চাল চোর, ডাল চোরের নাম শুনেছো।
কখনো অফিস আদেশ চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

তোমরা গরু চোরের নাম শুনেছো।
কখনো আইডি কার্ড চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

তোমারা লিচু চুরির কথা শুনেছো
কখনো সার্টিফিকেট চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

এক চোরের চুরির দায়
অন্য চোর নিবে,
টাকার খেলায় আর কত
রঙ্গ দেখবো এই ভবে।

তোমরা লোটা কম্বল চোরের কথা শুনেছো।
কখনো বন্ধু চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

চোরের খনিতে আজকাল
কাগজপত্রও জমা হয়,
চোরের সিংহাসন বড়ই মজবুত
চোরের নাই কোন ভয়।

কবিতা : চোরের সিংহাসন।। রৌনকা আফরুজ সরকার

আপডেট সময় : ০১:১২:৫৬ এএম, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

 

তোমরা চাল চোর, ডাল চোরের নাম শুনেছো।
কখনো অফিস আদেশ চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

তোমরা গরু চোরের নাম শুনেছো।
কখনো আইডি কার্ড চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

তোমারা লিচু চুরির কথা শুনেছো
কখনো সার্টিফিকেট চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

এক চোরের চুরির দায়
অন্য চোর নিবে,
টাকার খেলায় আর কত
রঙ্গ দেখবো এই ভবে।

তোমরা লোটা কম্বল চোরের কথা শুনেছো।
কখনো বন্ধু চুরির কথা শুনোনি।
সেই দিন বেশি দূরে নয়
এমন চুরির কাহিনী ও শুনবে।

চোরের খনিতে আজকাল
কাগজপত্রও জমা হয়,
চোরের সিংহাসন বড়ই মজবুত
চোরের নাই কোন ভয়।