
হই যদি প্রদীপের সলতে?
আঁধারের আলো হয়ে জ্বলতে!
নিজেকে পোড়াই যত
জ্বলে ছাই অবিরত
হাসি মুখে দিয়ে যাই
আলো এক চিলতে।
যদি হই প্রদীপের সলতে!
হই যদি ঐ মেঘ আকাশে
ভেসে যাই হেথা হোথা বাতাসে
নিজেকে জমাই যত
ঝরে পড়ি খুশি মতো
তৃষ্ণার বারি হই
জীবনের প্রকাশে।
যদি হই ঐ মেঘ আকাশে।
হই যদি তুমি আমি একাকার
কাছে-দূরে যেই হোক যেথাকার
সকলে সবার পাশে
সুখে দুখে ভালোবেসে
চিরদিন সাথি হয়ে
থাকি পাশে সবাকার
যদি হই তুমি আমি একাকার।