ঢাকা ১১:৩৫ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তুমি সুখে থেকো : মাহবুব খান

  • আপডেট সময় : ০৮:৪৮:২৪ পিএম, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৬৩১

 

ভালোবাসা ছিলো যতটুকু বাকি
জানি ফিরিয়ে দিতে আসবেনা ভরা পূর্ণিমায়,
জানি তুমি আজ এক শতাব্দী দূরে
তবুও শেষ নক্ষত্রের রাত অব্দী আছি প্রতীক্ষায়।

তোমার শূন্যতায় আমি বারবার ছুটে যাই সাগর পানে
যে কিনা তোমার মতোই অভিমানী আমাকে সে চেনে।

ভয়ংকর একটা নির্জনতার পথ বেয়ে
পরিসমাপ্তি খুঁজে চলেছি আমি ক্লান্ত পায়ে।

অসহনীয় যন্ত্রণা কুড়ে কুড়ে খায় প্রতিক্ষণ
কেউ নেই পাশে কেউ নয় আমার আপনজন।

তোমাকে নিয়ে যে কবিতা লেখা থাক তা সমাধির বুকে
আমি ভালো নেই তাই বলে কি থাকবেনা তুমি সুখে!

তুমি সুখে থেকো : মাহবুব খান

আপডেট সময় : ০৮:৪৮:২৪ পিএম, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

 

ভালোবাসা ছিলো যতটুকু বাকি
জানি ফিরিয়ে দিতে আসবেনা ভরা পূর্ণিমায়,
জানি তুমি আজ এক শতাব্দী দূরে
তবুও শেষ নক্ষত্রের রাত অব্দী আছি প্রতীক্ষায়।

তোমার শূন্যতায় আমি বারবার ছুটে যাই সাগর পানে
যে কিনা তোমার মতোই অভিমানী আমাকে সে চেনে।

ভয়ংকর একটা নির্জনতার পথ বেয়ে
পরিসমাপ্তি খুঁজে চলেছি আমি ক্লান্ত পায়ে।

অসহনীয় যন্ত্রণা কুড়ে কুড়ে খায় প্রতিক্ষণ
কেউ নেই পাশে কেউ নয় আমার আপনজন।

তোমাকে নিয়ে যে কবিতা লেখা থাক তা সমাধির বুকে
আমি ভালো নেই তাই বলে কি থাকবেনা তুমি সুখে!