ঢাকা ১১:৪৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একবার তুমি ভালবেসে দেখো : জোবাইর হাসান সরকার

  • আপডেট সময় : ০৮:২৮:১৬ পিএম, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ৯১০

 

একবার তুমি ভালবেসে দেখো-
প্রতিদিন এর মতো আজ ভোরে শুনিতে পাবে না কলকাকলি,বসন্তের সেই কোকিলের ডাক।
যেই – কলকাকলির ডাকে ভাঙ্গতো ঘুম, কাটতো শান্ত মধুর প্রভাত।

একবার তুমি ভালবেসে দেখো-
পৃথিবীর বুকে উত্তপ্ত মরুভূমিতে জং ধরবে।
হাজার বছরের পুরোনো মরিচিকায়, তোমার চোখের জলে রং ভরবে।
মরুভূমির বুকে সূর্যের তীব্র দহন ঝল-ঝল করা বালুচর দেখে মনে হবে ভালবাসার তৃষ্ণার পানি!
যতই কাছে যাও মনে হবে দূরে, পাবে না,কো
তৃষ্ণা হবে হাতছানি।

একবার তুমি ভালবেসে দেখো-
শুনবে পৃথিবীর বুকে অজশ্র মৃত গাছের পাতার আওয়াজ,পাতার শনশন আওয়াজ এ ধরবে আগুন।
সেই উওপ্ত আগুনে পুড়বে তোমার মন, হৃদয়, দেহ।
হৃদয় অনলে পুরার গন্ধ শুকবে না কেউ,দেখবে না কেহ।

একবার তুমি ভালবেসে দেখো : জোবাইর হাসান সরকার

আপডেট সময় : ০৮:২৮:১৬ পিএম, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

 

একবার তুমি ভালবেসে দেখো-
প্রতিদিন এর মতো আজ ভোরে শুনিতে পাবে না কলকাকলি,বসন্তের সেই কোকিলের ডাক।
যেই – কলকাকলির ডাকে ভাঙ্গতো ঘুম, কাটতো শান্ত মধুর প্রভাত।

একবার তুমি ভালবেসে দেখো-
পৃথিবীর বুকে উত্তপ্ত মরুভূমিতে জং ধরবে।
হাজার বছরের পুরোনো মরিচিকায়, তোমার চোখের জলে রং ভরবে।
মরুভূমির বুকে সূর্যের তীব্র দহন ঝল-ঝল করা বালুচর দেখে মনে হবে ভালবাসার তৃষ্ণার পানি!
যতই কাছে যাও মনে হবে দূরে, পাবে না,কো
তৃষ্ণা হবে হাতছানি।

একবার তুমি ভালবেসে দেখো-
শুনবে পৃথিবীর বুকে অজশ্র মৃত গাছের পাতার আওয়াজ,পাতার শনশন আওয়াজ এ ধরবে আগুন।
সেই উওপ্ত আগুনে পুড়বে তোমার মন, হৃদয়, দেহ।
হৃদয় অনলে পুরার গন্ধ শুকবে না কেউ,দেখবে না কেহ।