
বাংলা মায়ের দামাল ছেলে
অস্ত্র নিলো হাতে,
দেশের প্রেমে যুদ্ধ করে
পাক হায়েনার সাথে।
পাক বাহিনী আর রাজাকার
দেশের সম্পদ লুটে,
কৃষক শ্রমিক জেলে তাতী
মুক্তিযুদ্ধে ছুটে।
মা বোনেরা ইজ্জত হারায়
স্বাধীন দেশের জন্য,
লাখো শহীদের জীবন ত্যাগে
স্বদেশ হলো গণ্য।
বাংলা মায়ের সোনার মাটি
রক্ত দিয়ে কেনা,
বীর শহীদদের কাছে আজও
আছে অনেক দেনা।
ডিসেম্বরের ষোল তারিখ
পাক হানাদার হারে,
বিজয় স্লোগান দিয়ে বাঙাল
স্বাধীন দেশটি কাড়ে।