ঢাকা ০৪:২৬ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শীত আসবে বলেই : রফিকুল ইসলাম 

  • আপডেট সময় : ১১:২৮:০৫ পিএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ৫৮৭
শীত আসবে বলেই
পৌষের শীতার্দ্র দাপটে পথের মতো
তোমার পায়ের চিহ্ন আঁকে,
হিমেল হাওয়ায় হলুদ পাতার  মতো
ঘরে ফেরে পাখি বিষণ্ন মেখে।
শীত আসবে বলেই
ইচ্ছেগুলো শীতের সকালের মতো
উষ্ণতা হারায় কুয়াশার আবরণে,
আমার বিষাদগুলো লাল সূর্যের মতো
ক্লান্তিতে ডুবে সন্ধ্যার উদাসী রণনে।
শীত আসবে বলেই
ও চোখের কাজল, রাত্রি জাগে হিমঘরে
কেঁদে ঝরে সবুজ পাতার পরে,
শুকিয়ে গেছে  চুম্বন ঠোঁট, গোধূলির প্রেম
উত্তুরের রুক্ষ হাওয়া ফিরে ।
শীত আসবে বলেই
ফেরারী সুখগুলো নরম বিড়ালের মতো
বরফ-রাত্রি ওম খোঁজে লেপের ভাঁজে,
শৈত্য হিমরাতে জেগে থাকে পুকুরের জল
ঘাসের শিশির, রোদ্দুরের খোঁজে।
মহেশপুর,ঝিনাইদহ

শীত আসবে বলেই : রফিকুল ইসলাম 

আপডেট সময় : ১১:২৮:০৫ পিএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
শীত আসবে বলেই
পৌষের শীতার্দ্র দাপটে পথের মতো
তোমার পায়ের চিহ্ন আঁকে,
হিমেল হাওয়ায় হলুদ পাতার  মতো
ঘরে ফেরে পাখি বিষণ্ন মেখে।
শীত আসবে বলেই
ইচ্ছেগুলো শীতের সকালের মতো
উষ্ণতা হারায় কুয়াশার আবরণে,
আমার বিষাদগুলো লাল সূর্যের মতো
ক্লান্তিতে ডুবে সন্ধ্যার উদাসী রণনে।
শীত আসবে বলেই
ও চোখের কাজল, রাত্রি জাগে হিমঘরে
কেঁদে ঝরে সবুজ পাতার পরে,
শুকিয়ে গেছে  চুম্বন ঠোঁট, গোধূলির প্রেম
উত্তুরের রুক্ষ হাওয়া ফিরে ।
শীত আসবে বলেই
ফেরারী সুখগুলো নরম বিড়ালের মতো
বরফ-রাত্রি ওম খোঁজে লেপের ভাঁজে,
শৈত্য হিমরাতে জেগে থাকে পুকুরের জল
ঘাসের শিশির, রোদ্দুরের খোঁজে।
মহেশপুর,ঝিনাইদহ