ঢাকা ০৪:২৬ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুধা করে নিবারণ : এ.জে.আকাশ

  • আপডেট সময় : ০৮:৫৫:৩৪ পিএম, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৫৯৩

 

ক্ষুধার জ্বালায় কারো
আঁখি থেকে ঝরে জল,
কেউ আবার ঐ খাবার
নিয়ে করে কোলাহল।
কেউ শুধুমাত্র পানি পান করে
ক্ষুধা করে নিবারণ,
কেউ আবার খাবার নষ্ট করে
নেই যার কোন কারণ।
কেউ দু’মুঠো ভাতের খোঁজে
ফকির বেশে ঘুরে,
কেউ আছে রেস্টুরেন্টে বসে
খাবার অপচয় করে।
পেটের ক্ষুধার জ্বালায়
করছে কেউ চুরি,
কেউ খাবার গুদাম করে
অর্থের পাহাড় করছে তৈরি।

ক্ষুধা করে নিবারণ : এ.জে.আকাশ

আপডেট সময় : ০৮:৫৫:৩৪ পিএম, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

 

ক্ষুধার জ্বালায় কারো
আঁখি থেকে ঝরে জল,
কেউ আবার ঐ খাবার
নিয়ে করে কোলাহল।
কেউ শুধুমাত্র পানি পান করে
ক্ষুধা করে নিবারণ,
কেউ আবার খাবার নষ্ট করে
নেই যার কোন কারণ।
কেউ দু’মুঠো ভাতের খোঁজে
ফকির বেশে ঘুরে,
কেউ আছে রেস্টুরেন্টে বসে
খাবার অপচয় করে।
পেটের ক্ষুধার জ্বালায়
করছে কেউ চুরি,
কেউ খাবার গুদাম করে
অর্থের পাহাড় করছে তৈরি।