ঢাকা ০৭:৪৯ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আহ্বান : মনি

  • আপডেট সময় : ০৮:১৭:৫২ পিএম, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ৫৯৬

 

বৃষ্টি দিয়ে ঘর বানাবো –
তুই যে আমার জল,
সেথায় মিলে দুই জনতে-
করবো কোলাহল।

ছাদ বানাবো মেঘ জমিয়ে-
আমার সাথে চল,
হাত বাড়িয়ে ধরবো মোরা –
শুভ্র মেঘের দল।

মেঘের ভেলায় ভাসবো দুজন –
হাসবো প্রাণ খুলে,
তৃষিত হ্নদয় শীতল হবে-
তোর পরশ পেলে।

মান অভিমান ভুলে গিয়ে-
যাবি নাকি বল?
আমার সাথে চলরে তুই –
আমার সাথে চল।

আহ্বান : মনি

আপডেট সময় : ০৮:১৭:৫২ পিএম, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

 

বৃষ্টি দিয়ে ঘর বানাবো –
তুই যে আমার জল,
সেথায় মিলে দুই জনতে-
করবো কোলাহল।

ছাদ বানাবো মেঘ জমিয়ে-
আমার সাথে চল,
হাত বাড়িয়ে ধরবো মোরা –
শুভ্র মেঘের দল।

মেঘের ভেলায় ভাসবো দুজন –
হাসবো প্রাণ খুলে,
তৃষিত হ্নদয় শীতল হবে-
তোর পরশ পেলে।

মান অভিমান ভুলে গিয়ে-
যাবি নাকি বল?
আমার সাথে চলরে তুই –
আমার সাথে চল।