
বৃষ্টি দিয়ে ঘর বানাবো –
তুই যে আমার জল,
সেথায় মিলে দুই জনতে-
করবো কোলাহল।
ছাদ বানাবো মেঘ জমিয়ে-
আমার সাথে চল,
হাত বাড়িয়ে ধরবো মোরা –
শুভ্র মেঘের দল।
মেঘের ভেলায় ভাসবো দুজন –
হাসবো প্রাণ খুলে,
তৃষিত হ্নদয় শীতল হবে-
তোর পরশ পেলে।
মান অভিমান ভুলে গিয়ে-
যাবি নাকি বল?
আমার সাথে চলরে তুই –
আমার সাথে চল।