
ছবি : সংগৃহীত
শীতের দিনে গরিব শিশু
কষ্ট পায় শীতে,
শীতকে তাড়ায় তাঁরা
নানা রকম গীতে।
তাঁদের গায়ে গরম কাপড়
দেখতে পাওয়া দায়,
ছেঁড়া কাপড় পরে তাঁরা
দিনগুলো কাটায়।
পাতলা আর ছেঁড়া কাপড়
পড়ে কাটায় দিন,
শীতের দিনে তাঁদের মনে
বাজে না খুশির বীণ।
শীতের কষ্টে গরিব দুঃখী
ভুগে ধুঁকে ধুঁকে,
তাঁদের পাশের বিত্তশালীরা
থাকেন মহা সুখে।
জামালগঞ্জ, সুনামগঞ্জ