ঢাকা ০৭:৫৭ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ির পাশে তোমার বাড়ি :  গোলাপ মাহমুদ সৌরভ 

  • আপডেট সময় : ০৮:৪৯:০২ পিএম, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • ৬১১
ছবি : সংগৃহীত
বাড়ির পাশে তোমার বাড়ি
রোজ সকালে দেখি,
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতেই যে আকিঁ।
হরিণ কালো চোখ তোমার
ফুলের মতোই হাসি,
যতই দেখি ততই তোমায়
অনেক ভালোবাসি।
একটি পলক তুমি যখন
চোখের আড়াল হও,
মনটা আমার আনছান করে
কেমনে থাকি কও।
বাড়ির আঙিনায় উঁকি দিয়ে
তোমায় যখন দেখি,
আমার চোখে চোখ রেখে
মুচকি হাসো সখি।
আমার আকাশে তুমি যেন
একটি সন্ধ্যা তারা,
চাঁদের আলো চাই না আমি
শুধুই তুমি ছাড়া।
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। 

বাড়ির পাশে তোমার বাড়ি :  গোলাপ মাহমুদ সৌরভ 

আপডেট সময় : ০৮:৪৯:০২ পিএম, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
ছবি : সংগৃহীত
বাড়ির পাশে তোমার বাড়ি
রোজ সকালে দেখি,
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতেই যে আকিঁ।
হরিণ কালো চোখ তোমার
ফুলের মতোই হাসি,
যতই দেখি ততই তোমায়
অনেক ভালোবাসি।
একটি পলক তুমি যখন
চোখের আড়াল হও,
মনটা আমার আনছান করে
কেমনে থাকি কও।
বাড়ির আঙিনায় উঁকি দিয়ে
তোমায় যখন দেখি,
আমার চোখে চোখ রেখে
মুচকি হাসো সখি।
আমার আকাশে তুমি যেন
একটি সন্ধ্যা তারা,
চাঁদের আলো চাই না আমি
শুধুই তুমি ছাড়া।
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।