ঢাকা ০৭:৫৭ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা।। স্কুল জীবন : সেলিনা সাথী

  • আপডেট সময় : ০৩:৩৭:৩৯ পিএম, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • ৮০৩

 

ছোট্টবেলার হারিয়ে যাওয়া স্কুল বেলাটি
জীবন গড়ার শ্রেষ্ঠ কাল ছিল সময়টি।
ফিরে পাবো না দ কখনো সেই সে স্কুলবেলা,
স্কুল মাঠে খেলছেি কত নানা ররকম খেলা।

স্মৃতিগুলো স্মৃতিপটে হোক না মধুময়
হৃদয় মাঝে গেঁথে থাকা শ্রেষ্ঠ সে সময়।
হঠাৎ করেই অতীতটা কে মনে করে দেখি,
মধু মাখা সময় গুলো কাব্য কথায় লেখি।

অন্যরকম মজার সাথে চরম অনুভূতি
স্কুল জীবন সময়টা যে ছড়ায় মনে জ্যোতি।

কলেজ ভার্সিটিতেও এমন মজা নাই
স্কুল জীবন শ্রেষ্ঠ সময়শুধুই বলে যাই।
স্কুল মাঠে খেলাধুলায় ভরিয়ে যেত প্রাণ,
সেরাদেরও সেরা হতে মন করে আনচান।

ছোট্ট বেলার খেলা গুলো এখনো দেয় দোলা
শেষ জীবনেও যাবেনা কভু এমন স্মৃতি ভোলা।

হাসি ছিল কান্না ছিল, ছিল বাস্তবতা
দুষ্টুমিতে ভরা ছিল,, ছিল নিষ্ঠুরতা।

কষ্ট ছিল দুঃখ ছিল, ছিল আনন্দ
বন্ধু বন্ধু মিল যে ছিল, ছিল যে দ্বন্দ্ব।
সুশৃংখল জীবনে ছিল মানবতায় ভরা
টিফিন বেলায় পালিয়ে গিয়ে খেয়েছিলাম ধরা।

ক্লাসরুমে পড়া না হলে দাঁড়িয়ে ধরে কান
অর্চনা ম্যাম ধমক দিয়ে গাইতে বলতো গান।
পরীক্ষার হলে বন্ধুদের খাতা টানা টানি,
শিক্ষকদের মার খেয়েছি হয়েছি হয়রানি।

পিছন থেকে চিমটি দিতো সামনে ইশারা
এদিক-সেদিক চেয়ে দেখি টিচার পাহারা।
সুযোগ পেলেই খাতাটাকে নিতাম বদলিয়ে,
ওর পরীক্ষা দিতাম আমি মেধা খাঁটিয়ে।

শিক্ষকরা বুঝতে পেরে খাতা নিতো কেরে
দাঁড়িয়ে রাখতো ঘন্টাখানেক নইলে দিতো মেরে।
মাথায় ছিল সবাই মিলে করতে হবে পাস
ফেল করলে বাবা বলে কাটতে হবে ঘাস।

শিক্ষকদের কড়া নজরে বাবা -মায়ের শাসন
বিরক্তিতে মনে হতো এসব বুঝি ভাষণ।
জীবন চলার পথে যত আছে নিয়ম কানুন,
স্কুলজীবনেই যায় যে জনা নতুন করে জানুন।

স্কুল হলো শিক্ষালয়প্রথম জীবনে,
যা শেখা যায় সেই সময়ে ভুলি না মরনে।
স্কুল জীবন শ্রেষ্ঠ জীবন আমার মনে হয়,
মানুষ থেকে মানুষ হওয়ার প্রধান কার্যালয়।

শ্রদ্ধাভরে সালাম জানাই শিক্ষা কারিগর
দোয়া করি সুখে থাকুন সারা জীবন ভর।।
মিষ্টি প্রেমের চিঠি দিত বইয়ের ভেতরে,
ভরিয়ে দিতো চিঠির ভাষায় গভীর আদরে।

সেই সে কথা মনে হলে একলা হাসি আজও
হারিয়ে যাই অতীতে তখন বন্ধ করে কাজও।

প্রেম বুঝি না তখন মোরা বুঝিনা ভালোবাসা,
বইয়ের পাতায়, খাতার পাতায় নানা রকম ভাষা।
স্কুল জীবনের প্রেমটা যেন ছিল বেজায় মিঠে,
স্বপ্ন ছিল চোখেমুখে দেয়াল ছিল পিঠে।

প্রিয়জনের নামের অক্ষর দেয়ালে হত লেখা,
প্লাস -মাইনাসের সাথে আবার টেনে দিত রেখা।
স্কুল জীবনের এত স্মৃতি জড়িয়ে আছে মনে
ছোট্ট করে রাখা আছে মনের গভীর কোনে।

সবার অন্তরালের কথা লিখে গেলাম আমি,
অতীতের’ই স্মৃতিগুলো আজকে মহা দামি।
স্কুল জীবন প্রেরণা হয়ে আসে ঘুরে ফিরে
নতুন নতুন স্কুল জীবনআসে সবার নীড়ে।।

এমনি করে এই ধারাটা থাকে অব্যাহত
ফিরে আসে বর্তমান যা হয়ে যায় গত
সময়ের পরিক্রমায় আসা আর যাওয়া
এরই মাঝে পূর্ণ হয় চাওয়া আর পাওয়া

স্কুল জীবন শ্রেষ্ঠ জীবনসবার জীবনে
এই কথাটা হয়ত আছে সবার স্মরণে
স্কুল জীবন ঘুরে এলামআজকে নতুন করে
স্মৃতিচারণ হচ্ছে সবারমনের অগোচরে।

কবিতা।। স্কুল জীবন : সেলিনা সাথী

আপডেট সময় : ০৩:৩৭:৩৯ পিএম, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

 

ছোট্টবেলার হারিয়ে যাওয়া স্কুল বেলাটি
জীবন গড়ার শ্রেষ্ঠ কাল ছিল সময়টি।
ফিরে পাবো না দ কখনো সেই সে স্কুলবেলা,
স্কুল মাঠে খেলছেি কত নানা ররকম খেলা।

স্মৃতিগুলো স্মৃতিপটে হোক না মধুময়
হৃদয় মাঝে গেঁথে থাকা শ্রেষ্ঠ সে সময়।
হঠাৎ করেই অতীতটা কে মনে করে দেখি,
মধু মাখা সময় গুলো কাব্য কথায় লেখি।

অন্যরকম মজার সাথে চরম অনুভূতি
স্কুল জীবন সময়টা যে ছড়ায় মনে জ্যোতি।

কলেজ ভার্সিটিতেও এমন মজা নাই
স্কুল জীবন শ্রেষ্ঠ সময়শুধুই বলে যাই।
স্কুল মাঠে খেলাধুলায় ভরিয়ে যেত প্রাণ,
সেরাদেরও সেরা হতে মন করে আনচান।

ছোট্ট বেলার খেলা গুলো এখনো দেয় দোলা
শেষ জীবনেও যাবেনা কভু এমন স্মৃতি ভোলা।

হাসি ছিল কান্না ছিল, ছিল বাস্তবতা
দুষ্টুমিতে ভরা ছিল,, ছিল নিষ্ঠুরতা।

কষ্ট ছিল দুঃখ ছিল, ছিল আনন্দ
বন্ধু বন্ধু মিল যে ছিল, ছিল যে দ্বন্দ্ব।
সুশৃংখল জীবনে ছিল মানবতায় ভরা
টিফিন বেলায় পালিয়ে গিয়ে খেয়েছিলাম ধরা।

ক্লাসরুমে পড়া না হলে দাঁড়িয়ে ধরে কান
অর্চনা ম্যাম ধমক দিয়ে গাইতে বলতো গান।
পরীক্ষার হলে বন্ধুদের খাতা টানা টানি,
শিক্ষকদের মার খেয়েছি হয়েছি হয়রানি।

পিছন থেকে চিমটি দিতো সামনে ইশারা
এদিক-সেদিক চেয়ে দেখি টিচার পাহারা।
সুযোগ পেলেই খাতাটাকে নিতাম বদলিয়ে,
ওর পরীক্ষা দিতাম আমি মেধা খাঁটিয়ে।

শিক্ষকরা বুঝতে পেরে খাতা নিতো কেরে
দাঁড়িয়ে রাখতো ঘন্টাখানেক নইলে দিতো মেরে।
মাথায় ছিল সবাই মিলে করতে হবে পাস
ফেল করলে বাবা বলে কাটতে হবে ঘাস।

শিক্ষকদের কড়া নজরে বাবা -মায়ের শাসন
বিরক্তিতে মনে হতো এসব বুঝি ভাষণ।
জীবন চলার পথে যত আছে নিয়ম কানুন,
স্কুলজীবনেই যায় যে জনা নতুন করে জানুন।

স্কুল হলো শিক্ষালয়প্রথম জীবনে,
যা শেখা যায় সেই সময়ে ভুলি না মরনে।
স্কুল জীবন শ্রেষ্ঠ জীবন আমার মনে হয়,
মানুষ থেকে মানুষ হওয়ার প্রধান কার্যালয়।

শ্রদ্ধাভরে সালাম জানাই শিক্ষা কারিগর
দোয়া করি সুখে থাকুন সারা জীবন ভর।।
মিষ্টি প্রেমের চিঠি দিত বইয়ের ভেতরে,
ভরিয়ে দিতো চিঠির ভাষায় গভীর আদরে।

সেই সে কথা মনে হলে একলা হাসি আজও
হারিয়ে যাই অতীতে তখন বন্ধ করে কাজও।

প্রেম বুঝি না তখন মোরা বুঝিনা ভালোবাসা,
বইয়ের পাতায়, খাতার পাতায় নানা রকম ভাষা।
স্কুল জীবনের প্রেমটা যেন ছিল বেজায় মিঠে,
স্বপ্ন ছিল চোখেমুখে দেয়াল ছিল পিঠে।

প্রিয়জনের নামের অক্ষর দেয়ালে হত লেখা,
প্লাস -মাইনাসের সাথে আবার টেনে দিত রেখা।
স্কুল জীবনের এত স্মৃতি জড়িয়ে আছে মনে
ছোট্ট করে রাখা আছে মনের গভীর কোনে।

সবার অন্তরালের কথা লিখে গেলাম আমি,
অতীতের’ই স্মৃতিগুলো আজকে মহা দামি।
স্কুল জীবন প্রেরণা হয়ে আসে ঘুরে ফিরে
নতুন নতুন স্কুল জীবনআসে সবার নীড়ে।।

এমনি করে এই ধারাটা থাকে অব্যাহত
ফিরে আসে বর্তমান যা হয়ে যায় গত
সময়ের পরিক্রমায় আসা আর যাওয়া
এরই মাঝে পূর্ণ হয় চাওয়া আর পাওয়া

স্কুল জীবন শ্রেষ্ঠ জীবনসবার জীবনে
এই কথাটা হয়ত আছে সবার স্মরণে
স্কুল জীবন ঘুরে এলামআজকে নতুন করে
স্মৃতিচারণ হচ্ছে সবারমনের অগোচরে।