
প্রতিকী ছবি : সংগৃহীত
বাবা নামটি মুখেতে নয়
হৃদয় মাঝে পুষি
সকল ক্লান্তি যায় যে ঘুচে
বাবা থাকলে খুশি।
দেশ বাঁচাতে রক্ত দিয়ে
লড়াই করে সৈনিক,
পরিবারের সুখে তরে
বাবা লড়ে দৈনিক।
রৌদ্রে পুড়ে বৃষ্টি ভিজে
করে নিজের কর্ম,
ছেলে মেয়ে শান্তি যেন
বাবার আসল ধর্ম।
শত কষ্ট সহ্য করে
আগলে রাখে বুকে,
শত জীবন সন্তান যেন
থাকে মহা সুখে।