
শিশির ভেজা সকাল দেখছি
নেইতো রোদের হাসি
কচু পাতায় দেখতে যেনো
মুক্ত রাশি রাশি।
উনুন পাড়ে আগুনের তাপ
চলছে নেয়ার পালা
ঠান্ডা রসে কাঁপন বেড়ে
দাদুর হলো জ্বালা।
খোকা খুকু করছে বায়না
খাবে চিতুই পিঠা
খেজুর রসের পায়েস খেতে
কী যে দারুণ মিঠা।
বাবা এসে বলছে হঠাৎ
এসব পিঠা খায়
ভাঁপা পিঠা খাইলে শীতে
পরান জুড়ে যায়।
পশ্চিম ভাষানটেক, ঢাকা ক্যানটনমেন্ট – ১২০৬