ঢাকা ০৭:৫৪ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আসমানী কিতাব পড়ো : মোহাম্মদ আবুল কাসেম

  • আপডেট সময় : ০৯:৪২:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ৬৩২

 

দেশ বিদেশে ডিগ্রি নিতে
ঘুরে বেড়ায় সব,
সেরা কিতাব পড়তে হবে
যা দিয়েছেন রব।

বিদ্যার্জন করতে গিয়ে
পড়তে হলো বই,
সেখানটিতে প্রভুর দেয়া
কিতাবখানি কই?

বিশ্ব মাঝে জ্ঞানী গুণীর
চক্ষু খুলে যায়,
ধরা সৃষ্টি কেন করেন
সবি জানতে পায়।

এমন কিছু নাই তো বাকি
কোরানপাকে বাদ,
অর্থ বুঝে পড়লে পাবে
খাঁটি পড়ার স্বাদ।

তাইতো বলি কোরান পড়ো
কারিশমা যে তাঁর,
নিজে পালন করলে হবে
হাশর দিনে পার।

সিনিয়র শিক্ষক, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়
আদমজীনগর,, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

আসমানী কিতাব পড়ো : মোহাম্মদ আবুল কাসেম

আপডেট সময় : ০৯:৪২:৫৭ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

 

দেশ বিদেশে ডিগ্রি নিতে
ঘুরে বেড়ায় সব,
সেরা কিতাব পড়তে হবে
যা দিয়েছেন রব।

বিদ্যার্জন করতে গিয়ে
পড়তে হলো বই,
সেখানটিতে প্রভুর দেয়া
কিতাবখানি কই?

বিশ্ব মাঝে জ্ঞানী গুণীর
চক্ষু খুলে যায়,
ধরা সৃষ্টি কেন করেন
সবি জানতে পায়।

এমন কিছু নাই তো বাকি
কোরানপাকে বাদ,
অর্থ বুঝে পড়লে পাবে
খাঁটি পড়ার স্বাদ।

তাইতো বলি কোরান পড়ো
কারিশমা যে তাঁর,
নিজে পালন করলে হবে
হাশর দিনে পার।

সিনিয়র শিক্ষক, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়
আদমজীনগর,, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।