
অপচয় করনা হে মুমিন মুসলমান
অপচয় হলো শয়তানের কাজ
জেনে শোনে করছি অপচয়
লাগে না কেন লাজ ।
আল্লাহর আদেশ নবীর উপদেশ,
মেনে চলে ঈমান রাখ তাজা।
তবেই খোদা হবে খুশী,
জেনে রাখ তাহা ।
অপচয় কারি শয়তানের ভাই,
কোরানেতে আছে ।
অপচয় কারি বুঝবে যেদিন
জীবন পরে যাবে পাছে ।
মনের জোষে মনের খুঁশিতে ,
করনা অপচয় ।
হিসাব কিতাব দিতে হবে ,
রোজ হাশরে গিয়ে ।
আল্লাহ যেদিন কাজি হবে ,
বিচার হইবে শুরু ।
সেই বিচারে পরবে ধরা,
অপচয কারী গুরু ।
আপসোচ করে ও পার পাবেনা,
অপচয় কারী যারা ।
তাই তো বলি হে মুসলমান,
হবে না পথ হারা ।
খোদার আদেশ নবীর উপদেশ ,
যত কিছু আছে ।
সঠিক ভাবে সঠিক পথে,
চলবো আমরা সবে ।
নরসিংদী।