ঢাকা ০৭:৫৪ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বসন্ত আজ : আসাদুজ্জামান খান মুকুল

  • আপডেট সময় : ০৯:৪১:৩২ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৬৪

 

বসন্ত আজ এলো ধরায়
বাতাস এখন দখিন বয়,
লাল পলাশের রঙ বাহারে
মন যে আমার উথাল হয়।

গাছের শাখে কোকিল ডাকে
আমার মনে গানের তান,
উথাল পাথাল করছে হিয়া
কাজের মাঝে নাই রে টান।

আবীরের ওই লাল লালিমায়
রেঙে উঠছে সবার মন,
প্রেমের রাগে প্রেমিক জনা
কাটাইছে আজ মধুর ক্ষণ।

অলিগুলি ফুলের সাথে
বিহার করে লুটছে সুখ,
বেলা শেষে নীড়ে ফিরে
কৃষাণ খোঁজে বধূর মুখ।

ফাগুন দিনের লাল লালিমায়
সবার হৃদে পুলক আজ
প্রকৃতি যে নতুন রূপে
ধরার পরে করছে সাজ।

বসন্ত আজ : আসাদুজ্জামান খান মুকুল

আপডেট সময় : ০৯:৪১:৩২ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

 

বসন্ত আজ এলো ধরায়
বাতাস এখন দখিন বয়,
লাল পলাশের রঙ বাহারে
মন যে আমার উথাল হয়।

গাছের শাখে কোকিল ডাকে
আমার মনে গানের তান,
উথাল পাথাল করছে হিয়া
কাজের মাঝে নাই রে টান।

আবীরের ওই লাল লালিমায়
রেঙে উঠছে সবার মন,
প্রেমের রাগে প্রেমিক জনা
কাটাইছে আজ মধুর ক্ষণ।

অলিগুলি ফুলের সাথে
বিহার করে লুটছে সুখ,
বেলা শেষে নীড়ে ফিরে
কৃষাণ খোঁজে বধূর মুখ।

ফাগুন দিনের লাল লালিমায়
সবার হৃদে পুলক আজ
প্রকৃতি যে নতুন রূপে
ধরার পরে করছে সাজ।