ঢাকা ০৭:৫৭ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসা : হানিফ রাজা

  • আপডেট সময় : ০১:৪৪:২৪ এএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭০৭

 

ভালোবাসতে লাগে নাকো
দিবস, তারিখ, মাস,
মনের ঘরে ভালোবাসা
নিত্য করে বাস।

ভালোবাসতে লাগে শুধু
সুন্দর দুটি মন,
দিবস তারিখ খুঁজলে কি ভাই
পাবে সুখের ক্ষণ?

বিশেষ দিনের ভালোবাসা
ভালোবাসা নয়,
দুটি মনে থাকলে বিশ্বাস
সারাজীবন রয়।

অনন্ত প্রেম আসে ধরায়
ঈশ্বর হতে ভাই,
হরহামেশাই বাসতে ভালো
মনের মানুষ চাই।

সত্যিকারের ভালোবাসা
থাকে জীবন ভর,
বাঁধাবিঘ্ন যতই আসুক
ভাঙে না তো ঘর।

ভালোবাসা : হানিফ রাজা

আপডেট সময় : ০১:৪৪:২৪ এএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

 

ভালোবাসতে লাগে নাকো
দিবস, তারিখ, মাস,
মনের ঘরে ভালোবাসা
নিত্য করে বাস।

ভালোবাসতে লাগে শুধু
সুন্দর দুটি মন,
দিবস তারিখ খুঁজলে কি ভাই
পাবে সুখের ক্ষণ?

বিশেষ দিনের ভালোবাসা
ভালোবাসা নয়,
দুটি মনে থাকলে বিশ্বাস
সারাজীবন রয়।

অনন্ত প্রেম আসে ধরায়
ঈশ্বর হতে ভাই,
হরহামেশাই বাসতে ভালো
মনের মানুষ চাই।

সত্যিকারের ভালোবাসা
থাকে জীবন ভর,
বাঁধাবিঘ্ন যতই আসুক
ভাঙে না তো ঘর।