
আহা আজই নাকি ভালোবাসা দিবস কে কোথায় কয়?
ইতিহাস ঘুরে দেখ এক খ্রিষ্টান পাদ্রীর,
ভ্যালেনটাইস কাকে কয়?
সে ছিল চরিত্রহীন আর লম্পট গির্জায়
নারীরে করেছে ধর্ষণ,
জেলে বন্ধী হয়ে করেছে জেনা।
এ সবের পরে এক রাজা তাকে দিয়েছে মৃত্যুদণ্ড।
সেই স্মরণে আজ এ দিবস।
আমি বলি কী আজ ব্যেশা দিবস
সে কথা যে মিথ্যে নয়।
যদি ভূধরে ভালোবাসা বলে কিছু থাকে তবে
প্রতিটি ক্ষণে সাম্য ভাবে ভালোবাসি তোমায়।
ভালোবাসা তো পাপ নয়, যে ভালোবাসা কলঙ্ক নয়।
যারা ভালোবাসা দিবস মানে,
তাদের ধান্ধা যে ভালোবাসা নয়।
কত নারী আজ ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে
নিজ সতী বিলিয়ে দিবে হায়!
এটারে কী ভালোবাসা কয়?
ক্ষণিক্ষের সুখে নারী তুমি বিলিয়েছো দেহ
পুরুষ নামের জানোয়ার তা করেছে হরণ।
ক-দিন পরে যখন পাপের সন্তান আসবে
পেঁটে প্রেমিকা বলিবে আমি তোরে চিনিনা
ওরে নষ্টা মেয়ে।
বিয়ের আস্বাশে প্রিয়ার সব নিয়েছে লুটে।
এখন তারা ব্যেশা মেয়ে।