ঢাকা ০৭:৫৭ এএম, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একুশের গান : হানিফ রাজা

  • আপডেট সময় : ১১:৪৪:৫৪ পিএম, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৮৮

 

রক্তেভেজা মাতৃভাষা
বাংলায় কথা বলি,
বাংলা মায়ের আঁচল ধরে
বাংলার পথে চলি।

বাংলা মায়ের মুখের ভাষা
সকল ভাষার সেরা,
সবুজ শ্যামল ফুল ফসলে
স্বপ্ন মায়ায় ঘেরা।

সালাম রফিক জব্বার শফিক
ভাষার তরে মরণ,
শহীদ মিনার ফুল দিয়ে তাই
শ্রদ্ধায় করি স্মরণ।

শহীদ ভাইয়ের আত্নত্যাগে
পেলাম বাংলা ভাষা,
এই ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা।

মান পেয়েছে আন্তর্জাতিক
সারা বিশ্ব জানে,
গাইবো মোরা একুশের গান
রাখতে স্মৃতি প্রাণে।

একুশের গান : হানিফ রাজা

আপডেট সময় : ১১:৪৪:৫৪ পিএম, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

 

রক্তেভেজা মাতৃভাষা
বাংলায় কথা বলি,
বাংলা মায়ের আঁচল ধরে
বাংলার পথে চলি।

বাংলা মায়ের মুখের ভাষা
সকল ভাষার সেরা,
সবুজ শ্যামল ফুল ফসলে
স্বপ্ন মায়ায় ঘেরা।

সালাম রফিক জব্বার শফিক
ভাষার তরে মরণ,
শহীদ মিনার ফুল দিয়ে তাই
শ্রদ্ধায় করি স্মরণ।

শহীদ ভাইয়ের আত্নত্যাগে
পেলাম বাংলা ভাষা,
এই ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা।

মান পেয়েছে আন্তর্জাতিক
সারা বিশ্ব জানে,
গাইবো মোরা একুশের গান
রাখতে স্মৃতি প্রাণে।