চলছে বেড়ে কিশোর গ্যাং
দেখছি তামা সবে,
অমন করে দেখলে সবে
বন্ধ কি আর হবে?
নেশার জগৎ ঘুরছে তারা
শিখছে জুয়া ধীরে,
ভাঙ্গা তরী নিয়ে বসা
জীবন নদীর তীরে।
মাতা পিতার অবহেলায়
গ্যাংটা চলছে বেড়ে,
মস্ত বড় অপরাধী হয়ে
ফিরবে একদিন ঘরে।
সেদিন কেঁদে কি লাভ হবে
আজকে লাগাম ধরো,
আদর সোহাগ শাসন দিয়ে
কিশোর জীবন গড়ো।
সম্পাদক ঃ নূরুল ইসলাম নুরচান
মোবাইল ঃ ০১৭১৫-৩৬৩৩১৬
ইমেইল ঃ somoyerkheya@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত © সময়ের খেয়া